Chetan Singh: চেতন মানসিকভাবে অসুস্থ, জানালেন জয়পুর-মুম্বইগামী ট্রেনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আরপিএফের স্ত্রী

চেতনের স্ত্রী রেণু জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ। মথুরার এক হাসপাতালে নিজের চিকিৎসা করাচ্ছিলেন তিনি। নিয়মিত খেতেন ওষুধ।

RPF Constable Chetan Singh (Photo Credits: Twitter)

জয়পুর থেকে মুম্বইগামী ট্রেনে আরপিএফ কনস্টেবল চেতন সিংহের গুলিতে বেঘোরে প্রাণ হারিয়েছেন চার জন (Firing in Jaipur Mumbai Train)। ঘটনার পর থেকেই শোরগোল উঠেছে বিভিন্ন মহলে। উঠে আসছে চেতনের মানসিকভাবে অসুস্থ হওয়ার দিকটিও। অভিযুক্ত আরপিএফ (RPF) চেতন যে মানসিক ভাবে অসুস্থ ছিলেন তা জানত না রেল, এমনটাই দাবি করছে রেল মন্ত্রক। এদিকে এক জাতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে চেতনের স্ত্রী রেণু জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ। মথুরার এক হাসপাতালে নিজের চিকিৎসা করাচ্ছিলেন তিনি। নিয়মিত খেতেন ওষুধ। স্বামীর অসুস্থতার যাবতীয় চিকিৎসার কাগজপত্র রয়েছে তাঁর কাছে। যা নিজের কথার সপক্ষে প্রমাণ হিসাবে জমা দেবেন বলেই জানিয়েছেন অভিযুক্ত আরপিএফ কনস্টেবলের স্ত্রী।

জয়পুর - মুম্বইগামী ট্রেনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত চেতনের মানসিকভাবে অসুস্থ হওয়ার বিষয়টি রেণু প্রকাশ করতেই রেলের গা ফিলতি নিয়ে উঠছে প্রশ্ন। নির্দিষ্ট সময় অন্তর রেলরক্ষী বাহিনীর সদস্যদের জন্যে যে স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে সেখানে কেন কখনও ধরা পড়েনি ওই আরপিএফ কনস্টেবলের অসুস্থতার কথা।

গত সোমবার আরপিএফ কনস্টেবল চেতন মুম্বইয়ের পালঘর স্টেশনে জয়পুর-মুম্বইগামী ট্রেনে থাকা তাঁর সিনিয়র সহকর্মী টিকা রাম মীনা সহ তিন যাত্রীকে গুলি করে হত্যা করেছেন। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ করবে রেল।