Ronaldo 900th Goal Video: দেখুন, ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯০০তম গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জয়

সপ্তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ প্লেসিং করে পর্তুগালকে এগিয়ে দেন দিয়োগো দালোত। পর্তুগালের হয়ে ইউরো ২০২৪ এর পাঁচটি ম্যাচে গোলশূন্য থাকা রোনালদো নুনো মেন্দেসের নিখুঁত ক্রস থেকে ৩৪ মিনিটে খুব কাছ থেকে আলতো টোকা দিয়ে পর্তুগালের লিড দ্বিগুণ করেন

Cristiano Ronaldo (Photo Credit: @iivc22_/ X)

নেশন্স লিগে (Nations League) নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ এক গোলে কেরিয়ারের ৯০০তম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo)। সপ্তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ প্লেসিং করে পর্তুগালকে এগিয়ে দেন দিয়োগো দালোত। পর্তুগালের হয়ে ইউরো ২০২৪ এর পাঁচটি ম্যাচে গোলশূন্য থাকা রোনালদো নুনো মেন্দেসের নিখুঁত ক্রস থেকে ৩৪ মিনিটে খুব কাছ থেকে আলতো টোকা দিয়ে পর্তুগালের লিড দ্বিগুণ করেন। হাফটাইমের ঠিক আগে দালোত ভুলবশত বোর্না সোসার একটি শট নিজের জালে জড়িয়ে দিলে ক্রোয়েশিয়া একটি গোল পেতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে গোলশূন্য থাকলেও জয় নিশ্চিত করে পর্তুগাল। বৃহস্পতিবার লিগ 'এ' গ্রুপের অপর ম্যাচে স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে পোল্যান্ড। এরপর পর্তুগাল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে, আর ক্রোয়েশিয়া খেলবে রবিবার পোল্যান্ডের বিপক্ষে। Naro Shrestha Fastest Goal: ভারতীয় ফুটবলে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন ডায়মন্ড হারবার এফসির নরহরি শ্রেষ্ঠা, অভিনন্দন কর্ণাধার অভিষেকের

ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯০০তম গোল

একনজরে ক্রিশ্চিয়ানো রোনালদোর কেরিয়ার

রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রোনালদো তার বর্ণাঢ্য কেরিয়ারে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন। পর্তুগালের হয়ে রোনালদোর গোল ১৩১টি। রোনালদো গোল করেছেন আল-নাসর (৬৮), জুভেন্টাস (১০১), ম্যানচেস্টার ইউনাইটেড (১৪৫) ও স্পোর্টিং সিপি (৫) হয়েও। মাত্র ১৭ বছর বয়সে ফুটবল সার্কিটে ঢুকে পড়েন রোনালদো। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে ২৯৩ ম্যাচে ১১৮ গোল করেন। এরপর ২০০৯ সালে ৯৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়ে সেইসময় বিশ্বরেকর্ড গড়েন। ২০০৯ সালে রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং ক্লাবটিতে নয় বছর খেলেন। ক্লাব ছাড়ার পর তিনি জুভেন্টাসে যোগ দেন এবং তাদের হয়ে শতাধিক গোলও করেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে ফিরে আসেন যেখানে তিনি ৫৪ ম্যাচে ২৭ গোল করেন। সৌদি আরবে পাড়ি জমানোর পর বর্তমানে তিনি আল-নাসরের সদস্য।



@endif