Return Kohinoor To India: মার্কিন যুক্তরাষ্ট্রে শো-এর মাঝে ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক উসকে দিলেন কোহিনুর বিতর্ক (দেখুন ভিডিও)
মার্কিন যুক্তরাজ্যের একটি শোতে বিতর্ক চলাকালীন জিবি নিউজের লেখক এবং সম্প্রচারক এমা ওয়েবের প্রশ্নের জবাবে নারিন্দর বলেন যে মুকুটটি ভারতে ফেরত দেওয়া উচিত এবং জোর দিয়েছিলেন যে এটি ব্রিটেনের অন্ধকার নৃশংস ঔপনিবেশিক অতীতের প্রতিনিধিত্ব করে।
আবারও কোহিনুর নিয়ে বিতর্ক উসকে দিল ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক, নারিন্দর কৌর। মার্কিন যুক্তরাজ্যের একটি শোতে বিতর্ক চলাকালীন জিবি নিউজের লেখক এবং সম্প্রচারক এমা ওয়েবের প্রশ্নের জবাবে নারিন্দর বলেন যে মুকুটটি ভারতে ফেরত দেওয়া উচিত এবং জোর দিয়েছিলেন যে এটি ব্রিটেনের অন্ধকার নৃশংস ঔপনিবেশিক অতীতের প্রতিনিধিত্ব করে।তার এই উত্তরে এমা ওয়েব বলেন - ব্রিটিশরা লাহোরের শাসকের থেকে এই কোহিনুর পেয়েছিলেন, আর এখন লাহোর পাকিস্তানে অবস্থিত। তবে কি পাকিস্তান কোহিনুরের এর উপর দাবি পেতে চলেছে?
সাংবাদিক নারিন্দর কৌর বলেন তখন ভারতে পারস্য সম্রাট নাদির শাহ ময়ুর সিংহাসন লুট করেন। আর তখন ভারতে মুঘল সাম্রাজ্য ছিল। তাই এই কোহিনুর ভারতের মাটির এক অংশ। দেখুন সেই ভিডিও-