Red Sand Boa Snakes: উত্তরপ্রদেশ থেকে উদ্ধার বিরল প্রজাতির রেড স্যান্ড বোয়া, পাচারের অভিযোগে গ্রেফতার ৩

এক পুলিশ কর্মী গ্রাহক সেজে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করেন। এবং সাপ দুটি কেনার জন্যে ৫০ লক্ষ টাকার প্রলোভন দেখান।

Red Sand Boa Snakes (Photo Credits: Pxhere)

লখনউ, ৪ এপ্রিলঃ উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে উদ্ধার হল দুটি রেড স্যান্ড বোয়া সাপ (Red Sand Boa Snakes)। মহারাষ্ট্রের পুনে থেকে উত্তরপ্রদেশের মুরাদাবাদে পাচার প্রকল্পের মাঝে আটক হয় সাপ দুটি। উত্তরপ্রদেশের বিজনর জেলা থেকে গ্রেফতার হন তিন অভিযুক্ত।

এই রেড স্যান্ড রোয়া সাপ (Red Sand Boa Snakes) সারা বিশ্বের মধ্যে অত্যন্ত বিরল প্রজাতির একটি সাপ। তাই বন্য প্রাণী সুরক্ষা আইনের অধীনে এই সাপ সংরক্ষণ করা হয়ে থাকে। দুর্লভ সরীসৃপ দুটি পাচারের সময়েই বন বিভাগের কর্মকর্তাদের হাতেনাতে ধরা পড়েন তিন অভিযুক্ত। বন্য প্রাণী সুরক্ষা আইনের (Wildlife Protection Act) অধীনে তিন অভিযুক্তকে হাজতে পাঠানো হয়েছে।

এক বন বিভাগ কর্মকর্তা সূত্রে খবর, তিন অভিযুক্তের নাম আলি মহম্মহ, চন্দ বাবু, নুর হাসান। এক পুলিশ কর্মী গ্রাহক সেজে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করেন। এবং সাপ দুটি কেনার জন্যে ৫০ লক্ষ টাকার প্রলোভন দেখান। পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে বিরল ওই সাপ পাচারের সময়ে একেবারে পুলিশের খোপরে তিন পাচারকারী।

উত্তরপ্রদেশ থেকে উদ্ধার দুটি  রেড স্যান্ড বোয়া... 

উদ্ধার হওয়া সাপ (Red Sand Boa Snakes) দুটির কিছু ডাক্তারি পরীক্ষা করা হয়। যার রিপোর্টে জানা যায়, সাপ দুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। মঙ্গলবার বন বিভাগ কর্মীদের তরফে সাপ দুটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে।