RBI Bomb Threat: বোমা হামলার হুমকি ইমেল আরবিআই-কে, গুজরাট থেকে গ্রেফতার অভিযুক্ত

কেবল আরবিআই-ই নয়, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কেও নিশানা করা হয়েছিল। ইমেলে এও বলা হয়, মুম্বইয়ের ১১টি জায়গায় বোমা রাখা হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credit- PTI)

হুমকি ইমেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (Reserve Bank of India)। গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das) এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) পদত্যাগ দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুম্বই শাখাকে। কেবল আরবিআই-ই নয়, এইচডিএফসি (HDFC Bank) এবং আইসিআইসিআই (ICICI Bank) ব্যাঙ্কেও নিশানা করা হয়েছিল। ইমেলে এও বলা হয়, মুম্বইয়ের ১১টি জায়গায় বোমা রাখা হয়েছে। মুম্বই পুলিশ (Mumbai Police) ওই ১১টি জায়গা গিয়ে তদন্ত করে কিন্তু কোন বোমাই উদ্ধার হয়নি।

গ্রেফতার অভিযুক্ত... 

আজ বুধবার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) হাতে ধরা পড়ল অভিযুক্ত ব্যক্তি। গুজরাটের (Gujarat) ভাদোদরায় বসে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুম্বই অফিসে ওই বোমা হামলার হুমকি ইমেল পাঠিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু কেন ওই ব্যক্তি এই কাজ করেছেন তা জানার চেষ্টায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে মুম্বই পুলিশ।