Rath Yatra: রথ টানার সময় বাংলাদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মর্মান্তিক মৃত্যু, পুরীতে পদপিষ্ট হয়ে মৃত ১ জন

রথ টানার সময় বাংলাদেশের বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জন গুরুতর আহত।

Rath Yatra (Photo Credits: ANI)

কলকাতা: রথযাত্রার (Rath Yatra) দিনে বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার রথ টানার সময় বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জন গুরুতর আহত। বগুড়া সদর থানার আধিকারিক ওয়ালীউল্লাহ জানান, রবিবার বিকাল ৫টার দিকে ইসকন মন্দির থেকে রথযাত্রা মিছিল বের হয়ে সেউজগাড়ী আমতলা মোড়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তার স্পষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়, বাকিদের চিকিৎসা চলছে।

এদিকে পুরীতে রথের দিন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রথযাত্রা শুরুর কিছুক্ষণ পরেই ভিড়ের মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন, তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।