Ajmer: গণধর্ষণের শিকার হওয়ায় পরীক্ষায় বসতে বাধা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
স্কুলটি অবশ্য দাবি করেছে, ছাত্রটিকে প্রবেশপত্র দেওয়া হয়নি কারণ সে টানা ৪ মাস ক্লাসে অনুপস্থিত ছিল।
নয়াদিল্লি: ধর্ষণের শিকার হওয়ায় পরীক্ষায় বসতে দেওয়া হলো না। রাজস্থানের উচ্চমাধ্যমিকের এক ছাত্রী অভিযোগ করেছে যে তাঁর স্কুল তাঁকে বোর্ড পরীক্ষায় (Board Exams) বসতে দেয়নি কারণ তিনি গত বছর তিনি গণধর্ষণের শিকার হয়েছিলেন। ছাত্রীটি অভিযোগ করেছে যে স্কুল কর্তৃপক্ষ তাকে জানায় সে পরীক্ষায় হলে গেলে ‘পরিবেশ নষ্ট হয়ে যাবে’। তবে, আজমিরের স্কুলটি অবশ্য দাবি করেছে যে, ছাত্রটিকে প্রবেশপত্র দেওয়া হয়নি কারণ সে টানা ৪ মাস ক্লাসে অনুপস্থিত ছিল।
জানা গিয়েছে, ছাত্রটি অন্য স্কুলের একজন শিক্ষকের সঙ্গে এই বিষয়ে কথা বললে তিনি তাঁকে চাইল্ড হেল্পলাইন নম্বরে ফোন করার পরামর্শ দেন। চাইল্ড ওয়েলফেয়ার কমিশন ইতিমধ্যে মামলাটি নথিভুক্ত করেছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।