Ranveer Singh Birthday: নীল আকাশের নীচে, বড় সানগ্লাস চোখে লাগিয়ে জন্মদিনের সেলফি পোস্ট রনবীরের
আজ ৬ই জুলাই রণবীর সিং এর জন্মদিন। নিজের জন্মদিন নিজের কায়দায় পালন করছেন অভিনেতা। নীল আকাশের নিচে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে সকলকে ভালবাসা জানিয়েছেন রণবীর।
রণবীরের সেই ছবিতে ভক্তদের সাথে সাথে সহ অভিনেতাদের ও শুভেচ্ছা দিতে দেখা গেছে। তবে অর্জুন কাপুর নিজের মত করে শুভেচ্ছা জানিয়েছেন রনবীরকে। নিজের অর্ধেক ছবি এবং রণবীরের অর্ধেক মুখের ছবি দিয়ে তিনি লিখেছেন- বড় পর্দার এক বড় ভিলেনকে জন্মদিনে শুভেচ্ছা। নিজের এক ভিলেন রিটার্নস এর প্রোমোশন ও করে নিয়েছেন শুভেচ্ছা বার্তায়। লিখেছেন- এক ভিলেন কে অপর ভিলেনের সালাম।