Ramesh Bidhuri's Remark: 'হিংসার রাজনীতি করে বিজেপি', সাংসদ রমেশের কুরুচিকর মন্তব্য অধীরের পাল্টা আক্রমণ
শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠিয়ে ঘটনার প্রবল নিন্দা করেছেন কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর চৌধুরী। লোকসভার ইতিহাসে এমন ঘটনা যে 'নজিরবিহীন' সেকথাও চিঠিতে উল্লেখ করেছেন। আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রমেশের পাশাপাশি বিজেপির নিন্দাতেও সরব হন তিনি।
Ramesh Bidhuri's Remark: লোকসভায় বিজেপি সাংসদ রমেশ বিদুরির (Ramesh Bidhuri) বিএসপি সাংসদ দানিশ আলিকে ( BSP MP Danish Ali) করা কুরুচিকর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি জুড়ে তুমুল অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি পাঠিয়ে ঘটনার প্রবল নিন্দা করেছেন কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhary)। লোকসভার ইতিহাসে এমন ঘটনা যে 'নজিরবিহীন' সেকথাও চিঠিতে উল্লেখ করেছেন অধীর। আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রমেশের পাশাপাশি বিজেপির (BJP) নিন্দাতেও সরব হন তিনি।
সাংবাদিকদের বলেন, 'এই ঘটনা প্রমাণ করে বিজেপি দলটি কেবলই হিংসার রাজনীতি করে'। গোটা ঘটনায় রমেশে পাশাপাশি কাঠগড়ায় বিজেপিও। তাই দক্ষিণ দিল্লির দাপুটে সাংসদ রমেশ বিদুরিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শুধু সাবধান করে ছেড়ে দিলেও বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) রমেশকে শো কজ নোটিশ ধরিয়েছে বলেই খবর।
আর কী বললেন অধীর...
প্রসঙ্গত,শুক্রবার লোকসভায় চন্দ্রযান-৩ এর সাফল্য নিয়ে আলোচনা চলাকালীন বাগ্বিতণ্ডায় জড়ান বিজেপি সাংসদ রমেশ ও বিএসপি সাংসদ দানিশ আলি। ভরা সংসদে আঙুল তুলে বিএসপি সাংসদ দানিশ আলিক উদ্দেশ্য করে বিজেপির রমেশ বিদুরি বলতে থাকেন, 'ইয়ে উগরাওয়াদি (জঙ্গি), ইয়ে আতঙ্কওয়াদি হ্যায় (সন্ত্রাসী)।' এরপর তিনি সাংসদ আলিকে, 'মোল্লা আতঙ্কওয়াদি, কাটোয়া' বলেও সম্বোধন করেন। বিজেপি সাংসদের এই 'ঘৃণা ভাষণ' সংসদের টিভিতে সরাসরি সম্প্রচারে হয়েছে।