Jaya Bachchan-Jagdeep Dhankhar Video: 'আপনার বলার ধরন ঠিক ছিল না', রাজ্যসভায় জয়া বচ্চন, জগদীপ ধনখড়ের বাদানুবাদের ভিডিয়ো দেখুন

সমাজবাদী পার্টির সাংসদ যখন ধনখড়র কথা বলার ধরন নিয়ে মন্তব্য করেন, সেই সময় পালটা উত্তর দেন রাজ্যসভার চেয়ারম্যান। তিনি বলেন, জয়াজি বসুন। আপতি তো শিল্পী, তাই নিশ্চয়ই জানেন অভিনেতারা যখন ক্যামেরার সামনে থাকেন, তখন পরিচালকের কথা শুনতে হয় তাঁদের। তাই এই হাউসের নিয়ম, নীতিও তাঁদের মানতে হবে বলে মন্তব্য করেন জগদীপ ধনখড়।

Jagdeep Dhankhar, Jaya Bachchan.jpg (Photo Credit: Twitter)

দিল্লি, ৯ অগাস্ট: এবার জয়া বচ্চন (Jaya Bachchan) এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বাদানুবাদ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যসভায় দাঁড়িয়ে জয়া বচ্চন বলেন, জগদীপ ধনখড় যে ভাষায় তাঁর সঙ্গে কথা বলেন, তা ঠিক নয়। শুধু তাই জয়া বচ্চন আরও বলেন, জগদীপ ধনখড় হয়ত অধ্যক্ষের চেয়ারে বসে থাকতে পারেন কিন্তু তাঁরা প্রত্যেকে একে অপরের সহকর্মী। তিনি শিল্পী। তাই মানুষের মুখের ভাব এবং তা প্রকাশের ভাষা খুব ভাল করে জানেনে, বোঝেন বলে মন্তব্য করেন জয়া বচ্চন।

সমাজবাদী পার্টির সাংসদ যখন ধনখড়র কথা বলার ধরন নিয়ে মন্তব্য করেন, সেই সময় পালটা উত্তর দেন রাজ্যসভার চেয়ারম্যান। তিনি বলেন, জয়াজি বসুন। আপতি তো শিল্পী, তাই নিশ্চয়ই জানেন অভিনেতারা যখন ক্যামেরার সামনে থাকেন, তখন পরিচালকের কথা শুনতে হয় তাঁদের। তাই এই হাউসের নিয়ম, নীতিও তাঁদের মানতে হবে বলে মন্তব্য করেন জগদীপ ধনখড়।

দেখুন সেই ভিডিয়ো...

জয়া বচ্চন এবং জগদীপ ধনখড়ের ওই বাদানুবাদের জেরে তা নিয়ে রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়ে যায়।

এদিকে জয়া বচ্চনের সমর্থনে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) নেতৃত্বে রাজ্যসভা থেকে বিরোধীদের ওয়াকআউট করতে দেখা যায়।



@endif