IPL Auction 2025 Live

Rajasthan: একে একে ৫৬টি ব্লেড গিলে ফেললেন ব্যক্তি, শুরু অঝোরে রক্তবমি 

প্রায় তিন প্যাকেট ব্লেড মাঝখান থেকে ভেঙে খেয়ে নিয়েছিলেন ওই ব্যক্তি। শরীরের ভিতরে অভ্যন্তরীণ রক্তপাতের কারণে হচ্ছিল রক্তবমি।

Representative Photo (Photo Credits: Pixabay)

ঝালর, ১৬ মার্চঃ দুর্বিষহ ঘটনা রাজস্থানের (Rajasthan) ঝালর জেলায়। একে একে ৫৬ টি ব্লেড গিলে ফেললেন এক ব্যক্তি। এরপরেই শুরু হয় অঝোরে রক্তবমি আর অসহ্য পেটের যন্ত্রণা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, অসুস্থ ব্যক্তির নাম যশপাল সিং। বয়স ২৬। হাসপাতাল পৌঁছাতেই চিকিৎসকরা রোগীর এক্স-রে করান। এক্স-রে রিপোর্টে তাঁর পেটে কিছু ধাতব বস্তু দেখা যায়। কী সেই ধাতব বস্তু জানার জন্যে যশপালের সনোগ্রাফি করা হয়। আর সেখানেই দেখা যায় পেটে রয়েছে একাধিক ব্লেড।

আরও পড়ুনঃ মুখে প্ল্যাস্টিক বেধে স্ত্রী-ছেলেকে খুন করে নিজে আত্মহত্যা, বাড়ি থেকে উদ্ধার ৩ সদস্যের মৃতদেহ

প্রয়োজনীয় সমস্ত টেস্ট করার পর জরুরি ভিত্তিতে সার্জারির প্রস্তুতি করেন চিকিৎসকরা। ৭ জন চিকিৎসকের একটি দল মিলে অস্ত্রোপচারের পর যশপালের পেট থেকে ৫৬ টি ব্লেড বের করেছেন।

এক চিকিৎসক জানিয়েছেন, প্রায় তিন প্যাকেট মত ব্লেড মাঝখান থেকে ভেঙে খেয়ে নিয়েছিলেন ওই ব্যক্তি। যার ফলে শরীরের ভিতরে অভ্যন্তরীণ রক্তপাতের কারণে রক্তবমি করছিলেন তিনি। যদিও অস্ত্রোপচার করে সমস্ত ব্লেড তাঁর পেট থেকে বের করে দেওয়া হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তিনি কেন এমন কাণ্ড ঘটিয়েছেন তা এখনও নিজের পরিবার কিংবা চিকিৎসকদের জানাননি।