Rajasthan: রুম হিটার থেকে বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু বাবা ও তিন মাসের শিশুকন্যার

সেই রুম হিটার থেকেই এবার বাড়িতে আগুন লাগার ঘটনা সামনে এল। আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তি এবং তাঁর তিন মাসের শিশুকন্যার। অগ্নিদগ্ধ স্ত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে।

প্রতীকী ছবি

জয়পুর, ২৩ ডিসেম্বরঃ প্রচণ্ড গরমে ঘর ঠাণ্ডা করতে যেমন এসি (AC) ব্যবহার হয়ে থাকে তেমনই কনকনে শীতে ঘর গরম রাখতে অনেক বাড়িতেই ব্যবহার করা হয় রুম হিটার (Room Heater)। সেই রুম হিটার থেকেই এবার বাড়িতে আগুন লাগার ঘটনা সামনে এল। আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তি এবং তাঁর তিন মাসের শিশুকন্যার। অগ্নিদগ্ধ স্ত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের খয়েরথাল-তিজারা জেলার শেখপুর থানা এলাকায়। পরিবারের এমন করুণ পরিণতিতে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।

আরও পড়ুনঃ চুল শুকাতে গিয়ে জ্বলে উঠল হেয়ার ড্রায়ার, কেলেঙ্কারি কাণ্ড বেঙ্গালুরুতে

পুলিশ সূত্রে খবর, ঘরে রাখা রুম হিটার থেকেই আগুন লাগে ওই বাড়িতে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে পেশায় ড্রাইভার দীপক যাদব নামে ব্যক্তি এবং তাঁর তিন মাসের শিশুকন্যা নিশীকার। দীপকের স্ত্রী সঞ্জু অগ্নিদগ্ধ হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুনঃ  মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রী বোঝাই বাসের মুখোমুখি ধাক্কা, পথের বলি ৪

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে ওই বাড়ি থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দেখেন বাড়িতে আগুন লেগেছে। ভিতর থেকে স্বামী স্ত্রী চিৎকার করছেন। কোনওক্রমে আগুন নিভিয়ে দীপক, সঞ্জু এবং তাঁদের সদ্যজাত কন্যাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরা। হাসপাতালে পৌঁছতেই দীপক এবং শিশুকন্যা নিশীকাকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসক। সঞ্জুর চিকিৎসা চললেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।



@endif