Rajasthan: জামাইবাবুর নাক কাটলেন শ্যালক, শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানার দারস্ত ব্যক্তি
ছল করে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে ব্যক্তির নাক কেটে দেয় তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা।
জয়পুর, ২০ মার্চঃ স্বামীকে অপহরণ করার অভিযোগ উঠল স্ত্রীয়ের পরিবারের বিরুদ্ধে। শুধু কি অপহরণ। জামাইবাবুর নাক কাটলেন শ্যালক এবং শ্বশুর বাড়ির লোক মিলে। রাজস্থান অজমেরে এক ব্যক্তিকে অপহরণ করে নাক কাটার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির সদস্যের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ অনুষ্ঠান বাড়িতে নাচতে গিয়ে হার্ট অ্যাটাকে মুহূর্তে মৃত্যু, দেখুন ক্যামেরাবন্দি দৃশ্য
সোমবার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। অভিযোগে তিনি জানান, স্ত্রীর বাড়ির কারুর মত ছিল না তাঁদের বিয়েতে। তাই শ্বশুর বাড়ির অমতে গিয়েই বিয়ে সেরে ছিলেন যুগল। কিন্তু গত ১৮ মার্চ স্ত্রীর ভাই এবং শ্বশুরবাড়ির আরও দুই সদস্য মিলে তাঁকে মিথ্যা বলে রাজস্থানের নাগাউর জেলায় নিয়ে যায়।
আরও পড়ুনঃ প্রথমবার একসঙ্গে, শাহরুখের জওয়ানে যোগ দিলেন সঞ্জয় দত্ত
ছল করে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে ব্যক্তির নাক কেটে দেয় তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা। থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। ব্যক্তির অভিযোগের বিরুদ্ধে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। জিজ্ঞাসাবাদ চলছে।