Bhajanlal Sharma: দুর্নীতিমুক্ত করতে এসে দুর্নীতির পাঁকে পড়ে গিয়েছে কেজরিওয়াল, মন্তব্য রাজস্থানের মু্খ্যমন্ত্রীর
অবশেষে জামিনে ছাড়া পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আগামী ১ জুন পর্যন্ত তাঁর অন্তবর্তী জামি মঞ্জুুর করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার রায় দিল্লির মুখ্যমন্ত্রী পক্ষে যেতেই আপের সদর দফতরে চলছে খুশির হাওয়া। তাঁদের দাবি, এই রায়ের মাধ্যমে নৈতিক হার বিজেপি সরকারের। যদিও গেরুয়া শিবির এই দাবি মানতে নারাজ।
এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা (Bhajanlal Sharma) কেজরিওয়াল প্রসঙ্গে বলেছেন, "দেশে দুর্নীতির নতুন নতুন অধ্যায় শুরু করছে এরা। উনি নিজে আন্না হাজারের দিল্লিকে দুর্নীতিমুক্ত করতে এসেছিলেন। আর এখন নিজেই দুর্নীতির পাঁকে পড়ে রয়েছেন। দুর্নীতি থেকে উনি বেরোতে পারলেন না"।
প্রসঙ্গত. আবগারি দুর্নীতি মামলা গত ২১ মার্চ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। অবশেষে ভোটের আবহে আগামী ১ জুন পর্যন্ত জামিন গৃহীত করা হল। তবে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি অবশ্য ৫ জুন পর্যন্ত জামিনের আবেদন করেছিলেন। তবে তা কমিয়ে ১ জুন পর্যন্ত রাখল শীর্ষ আদালত। অর্থাৎ ২ জুন সশরীরে এসে আত্মসমর্পন করতে হবে তাঁকে।