Rahul Gandhi: প্রিয়াঙ্কার জন্য ওয়েনাড় ছাড়ছেন, রায়বেরিলিতেই থাকছেন রাহুল গান্ধী, অধ্যক্ষকে জানাবেন আজই

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, কেরলের ওয়েনাড় থেকে তিনি লড়াই করলেও, উত্তরপ্রদেশের আমেঠি এবং রায়বেরিলির মানুষের সঙ্গে তাঁর যে সম্পর্ক, তা রয়ে যাবে। পাশাপাশি ওয়েনাড়ের মানুষ যাতে রাহুল গান্ধীর অভাববোধ না করেন, সে বিষয়ে তিনি সচেষ্ট হবেন বলেও জানান প্রিয়াঙ্কা গান্ধী।

Rahul Gandhi & Priyanka Gandhi (Photo Credit: X)

দিল্লি, ১৮ জুন: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বেরিলি আসনেই সাংসদ থাকছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেরলের ওয়েনাড় ছাড়ছেন তিনি। লোকসভার অধ্যক্ষকে রাহুল গান্ধী আজ এমনই জানাবেন বলে খবর। মঙ্গলবারই রাহুল গান্ধী লোকসভার অধ্যক্ষকে রায়বেরিলি আসনেই থাকছেন বলে জানাবেন বলে খবর মিলছে। প্রসঙ্গত এবার ওয়েনাড় কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) লড়াই করবেন বলে জানা যায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলনে ওয়েনাড় থেকে প্রিয়াঙ্কা গান্ধীর লড়াইয়ের খবর প্রকাশ করেছেন।

সোমবার প্রিয়াঙ্কা গান্ধী বলেন, কেরলের ওয়েনাড় থেকে তিনি লড়াই করলেও, উত্তরপ্রদেশের আমেঠি এবং রায়বেরিলির মানুষের সঙ্গে তাঁর যে সম্পর্ক, তা রয়ে যাবে। পাশাপাশি ওয়েনাড়ের মানুষ যাতে রাহুল গান্ধীর অভাববোধ না করেন, সে বিষয়ে তিনি সচেষ্ট হবেন বলেও জানান প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড়ের মানুষ যাতে ভাল থাকেন, তিনি সেই চেষ্টাই করবেন বলেও আশ্বাস দেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: Rahul Gandhi: কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার গঠতেই NDA-কে 'ভঙ্গুর' বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী যদি ওয়েনাড় থেকে জয়ী হন, তাহলে এই মুহূর্তে গান্ধী পরিবারের ৩ সদস্যই লোকসভার সদস্য হিসেবে ভারতীয় রাজনীতিতে থাকবেন। সোনিয়া গান্ধী যেমন রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ। তেমনি রাহুল গান্ধী লোকসভার। এবার পালা প্রিয়াঙ্কা গান্ধীর। সোনিয়া-কন্যা ওয়েনাড় থেকে জয়ী হলে, তিনিও লোকসভায় থাকবেন সাংসদ হিসেবেই।



@endif