Rahul Gandhi Disqualification: রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজের প্রতিবাদে রবিবার ‘সংকল্প পদযাত্রা’ প্রিয়াঙ্কা গান্ধীর

রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ খারিজের সিদ্ধান্তের প্রতিবাদে আজ ‘সংকল্প পদযাত্রা’ করবেন তিনি। সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হবে তাঁর সংকল্প পদযাত্রার অভিযান। যা চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

Priyanka Gandhi (Photo Credits: Twitter)

নয়া দিল্লি, ২৬ মার্চঃ  রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজ (Rahul Gandhi Disqualification) হতেই রাজ্য জুড়ে কংগ্রেস সমর্থকরা প্রতিবাদী আন্দোলন শুরু করেছেন। এবার সেই বিক্ষোভ মিছিলে যোগ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। রবিবার দিল্লির রাজঘাটে (Delhi Raj Ghat) ‘সংকল্প পদযাত্রা’ (Sankalp Padyatra) করবেন তিনি।

‘মিথ্যা মামলা’য় ফাঁসিয়ে তাঁর ভাইয়ের সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ খারিজের (Rahul Gandhi Disqualification) সিদ্ধান্তের প্রতিবাদে আজ ‘সংকল্প পদযাত্রা’ করবেন তিনি। সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হবে তাঁর সংকল্প পদযাত্রার অভিযান। যা চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

কেন্দ্রের বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) অভিযোগ তুলে বলেন, বিজেপির নেতা, মন্ত্রী, সাংসদ এবং স্বয়ং প্রধানমন্ত্রী সকাল বিকেল উঠতে বসতে তাঁদের পরিবার, তাঁর বাবা, মা, ভাই রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী, জহরলাল নেহেরু প্রত্যেকের বিষয়ে কিছু না কিছু মন্তব্য করেন। তাঁদের সমালোচনা করেন। কিন্তু কোন আদালত তাঁদের পদ কেড়ে নেয় না।

উল্লেখ্য, ২০১৯ সালে ‘মোদী’ পদবী নিয়ে মন্তব্যের (Modi Surname Remark) জেরে গুজরাটের এক আদালত রাহুল গান্ধীকে ২ বছরের জেল সাজাপ্রাপ্ত ঘোষণা করে। আদালতের রায়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজ (Rahul Gandhi Disqualification) করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সেই সিদ্ধান্তের পর থেকেই বিক্ষুব্ধ কংগ্রেস সমর্থকরা রাজ্যব্যাপী প্রতিবাদী মিছিল শুরু করেছেন।