Rahul Gandhi: লকডাউন দেখিয়ে দিল, অজ্ঞতার চেয়ে অহংকার কতটা ভয়ংকর, নাম না করে নরেন্দ্র মোদিকে তোপ রাহুল গান্ধির

অ্যালবার্ট আইনস্টাইনের উক্তি টেনে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন রাহুল গান্ধি। দেশজুড়ে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। এই ইস্যু নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুষলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। টুইটের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধি। সেই ভিডিওটিতে স্পষ্ট দেখানো হয়েছে, দেশের অর্থনীতি ধসে পড়ছে আর অন্যদিকে বাড়ছে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা।

File image of Congress leader Rahul Gandhi | (Photo Credits: IANS)

নয়াদিল্লি, ১৫ জুন: অ্যালবার্ট আইনস্টাইনের উক্তি টেনে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন রাহুল গান্ধি। দেশজুড়ে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। এই ইস্যু নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুষলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। টুইটের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধি। সেই ভিডিওটিতে স্পষ্ট দেখানো হয়েছে, দেশের অর্থনীতি ধসে পড়ছে আর অন্যদিকে বাড়ছে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা।

এই টুইটেই অ্যালবার্ট আইনস্টাইনের একটি উক্তি তুলে ধরেছেন রাহুল। রাহুলের দাবি, লকডাউন দেখিয়ে দিল, অজ্ঞতার চেয়েও অহংকার কতটা ভয়ংকর। মোদি সরকারের লকডাউনের স্ট্র্যাটেজি নিয়ে একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছে গান্ধি পরিবার। আরও একবার সেই ইস্যুতেই মোদি সরকারকে দুষলেন রাহুল গান্ধি।

রাহুল গান্ধির টুইট-

গত শনিবার একটি চার্ট তুলে ধরেন রাহুল গান্ধি। সেই চার্টে তিনি দেখানোর চেষ্টা করেন, চার চারটি লকডাউন স্বত্ত্বেও কীভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। মোদিকে আক্রমণ করে রাহুল গান্ধি দাবি করেছিলেন, "ফলাফলে কোনও ব্যতিক্রম না হওয়া স্বত্ত্বেও বারবার একই কাজ করে চলেছেন ভাল ফলের অপেক্ষায়।"

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দেশে ১১,৫০২। মৃত্যু হয়েছে ২৪ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৩২,৪২৪।  দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯,৫২০।