Rahul Gandhi on Sambhal Violence: ‘বিজেপি পক্ষপাতদুষ্ট’, সম্ভলপুর নিয়ে কটাক্ষ রাহুল গান্ধীর

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বিজেপিকে আক্রমণ করে বলেছেন, 'পরিস্থিতি খারাপ করার জন্য বিজেপি দায়ী।'

Rahul Gandhi (Photo Credit:X)

নয়াদিল্লি: সোমবারও উত্তপ্ত উত্তরপ্রদেশের সম্ভল (Sambhal)। মৃতের সংখ্যা বেড়ে ৪ জন। সম্ভলের একটি মসজিদে সমীক্ষা চলাকালীন হিংসা ছড়িয়ে পড়ে। মুঘল আমলে মসজিদটি নির্মাণের জন্য একটি মন্দির ভেঙে ফেলা হয়েছিল এমন একটি তথ্য সমীক্ষায় উঠে আসে।এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। তাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। সোমবার লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেন,  হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে বিজেপি ক্ষমতা ব্যবহার করছে। তিনি সুপ্রিম কোর্টকে যত দ্রুত সম্ভব এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান।

এক্স হ্যান্ডলে রাহুল গান্ধী (Rahul Gandhi) লিখছেন, উত্তর প্রদেশের সম্ভলে রাজ্য সরকারের পক্ষপাতদুষ্ট এবং তাড়াহুড়ো মনোভাব অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা রইল। দেখুন-

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলায় ২৪ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভলের আশেপাশের জেলাগুলিতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গত রবিবার, মসজিদে সমীক্ষা চলাকালীন হিংসা ছড়িয়ে পড়ে। মুঘলরা মসজিদ নির্মাণের জন্য একটি মন্দির ভেঙে দিয়েছিল এমন একটি তথ্য সমীক্ষায় উঠে আসে। এদিন ঘটনায় ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। তাও নিয়ন্ত্রণে আনা যায়নি সম্বলের পরিস্থিতি। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। বহু গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। এখনও উত্তপ্ত রয়েছে এলাকা। ১ ডিসেম্বর পর্যন্ত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।