Canadian-Punjabi Singer: কটাক্ষের মুখে গায়ক শুভ, বাতিল হলো কনসার্ট, গ্রাহকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিল বুকমাইশো

ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করে কনসার্টের আগে কটাক্ষের মুখে কানাডিয়ান-পাঞ্জাবি গায়ক শুভনীত সিং।

Punjabi-Canadian Rapper Shubhneet Singh (Photo Credit: X)

নয়াদিল্লি: ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করে কনসার্টের আগে কটাক্ষের মুখে কানাডিয়ান-পাঞ্জাবি গায়ক শুভনীত সিং (Singer Shubhneet Singh)। ভারতের বেশ কয়েকটি শহরে তাঁর পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ফলত তাঁর শো বাতিল করা হয়েছে। বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় শুভকে আনফলো করেছেন।

শুভ সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর বাদ দিয়ে ভারতের একটি বিকৃত মানচিত্র শেয়ার করেন। এটি খালিস্তানি নেতা হরদীপ সিং নিরজার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই খুনের দায় চাপায় ভারতের উপর। এবং তিনি ভারতের কূটনীতিবিদকে ফিরিয়ে দেন।এরপর থেকে বিবাদ চরমে ওঠে। দুই দেশের তরজা যখন চরমে এমন সময় শুভ খালিস্তানকে সমর্থন করে এই মানচিত্র শেয়ার করেন। যে মানচিত্রতে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব নেই।

আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর মুম্বইতে অনুষ্ঠান করার কথা ছিল শুভর। এছাড়াও তাঁর ভারতের একাধিক শহরে অনুষ্ঠান করার কথা ছিল, এর মধ্যে আছে দিল্লি, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ। কিন্তু শুভর এই পোস্টের পর ফুঁসে ওঠে দেশবাসী। এরপর আমান গুপ্তার সংস্থা বোট পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুভের সমস্ত অনুষ্ঠানের স্পনসর থেকে সরে এসেছে। এরপর বুকমাইশো (BookMyShow)-এর পক্ষ থেকে জানিয়েছে, কনসার্টগুলি বাতিল হয়েছে তবে যারা টিকিট কেটেছিলেন তারা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। ৭-১০ কর্মদিবসের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে।

দেখুন

 



@endif