Punjab: iPhone নিয়ে বচসার জের, ছুরিকাহত যুবক

মোবাইলে তর্কাতর্কির জের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানার জারগাঁও শহরের হানস কালান গ্রামে। এই ঘটনায় দুজন আহতও হয়েছে।

Rpresentational Image (Photo Credits: IANS)

লুধিয়ানা,  ১৫ নভেম্বর:  মোবাইলে তর্কাতর্কির জের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের  লুধিয়ানার জারগাঁও শহরের হানস কালান গ্রামে। এই ঘটনায় দুজন আহতও হয়েছে। দুই হামলাকারী মনদীপ সিং ও  হরপ্রীত সিং  কুকর্ম করেই উধাও হয়েছে। এদিকে মৃত যুবকের বাড়ি পার্শ্ববর্তী পুডেইন গ্রামে , নাম রণদীপ সিং। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে , হানস কালান গ্রামের চিকেন কর্ণারে একটি পার্টিতে আমন্ত্রিত ছিলেন রণদীপ সিং। হরপ্রীত সিং তাঁকে আমন্ত্রণ জানান। এর আইফোনকে কেন্দ্র করে মনদীপ ও রণদীপ সিংয়ের মধ্যে বচসা শুরু হয়। মনদীপের দাবি, সে তার আইফোনটি হরপ্রীত সিংকে ব্যবহার করতে দিয়েছে। আরও পড়ুন- Gangubai Kathiawadi Release Date: পিছিয়ে গেল আলিয়া ভাট অভিনীত ‘ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ র মুক্তির তারিখ, কবে জানেন?

মিডিয়া রিপোর্ট বলছে, মৃত যুবক জানিয়েছিলেন, মনদীপ নিজে হানাস কালান গ্রামে হরপ্রীত সিংকে আইফোন ব্যবহার করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই বচসার মাঝে পড়েই ছুরিকাঘাতে প্রাণ যায় রণদীপ সিংয়ের। এদিকে বচসার খবর পেয়ে ঘটনাস্থলে যান মৃতের ভাই। দেখেন চিকেন কর্নারে রক্তাক্ত মনদীপ ও হরপ্রীত রণদীপকে এলোপাথাড়ি ছুরি মারছে। দাদাকে বাঁচাতে আঘাতপ্রাপ্ত হন রণদীপের ভাই। সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রণদীপকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পলাতক হরপ্রীত ও মনদীপের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।