Punjab: ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে ৩ শিশু সহ পরিবারের ৫ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

রবিবার রাতে পাঞ্জাবের জলন্ধরের অবতার নগর এলাকার ওই বাড়িতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। বাড়ি থেকে পাঁচ জনকে উদ্ধার করে দ্রুত জলন্ধর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না।

প্রতীকী ছবি

জলন্ধর, ৯ অক্টোবরঃ ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে মৃত্যু হল পরিবারের ৫ সদস্যের। যাদের মধ্যে তিনজন শিশু। রবিবার রাতে পাঞ্জাবের (Punjab) জলন্ধরের অবতার নগর এলাকার ঘটনায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পর বাড়িতে আগুন লেগে যায়। যার ফলে তিন শিশু সহ পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ করমণ্ডল দুর্ঘটনায় এখনও অশনাক্ত ২৮টি দেহ, চার মাস পর এবার দাহ করবে প্রশাসন

রবিবার রাতে পাঞ্জাবের জলন্ধরের (Jalandhar) অবতার নগর এলাকার ওই বাড়িতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। দুর্ঘটনা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জলন্ধর থানার পুলিশ। বাড়ি থেকে পাঁচ জনকে উদ্ধার করে দ্রুত জলন্ধর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনেরই। মৃতদের চিহ্নিত করেছে পুলিশ। যশপাল ঘাই (৭০), রুচি ঘাই (৪০), মানসা (১৪), দিয়া (১২), অক্ষয় (১০)।

জলন্ধরের অতিরিক্ত ডেপুটি কমিশনার দুর্ঘটনা প্রসঙ্গে জানান, নমুনা সংগ্রহ করতে এবং বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণের জন্য একটি ফরেনসিক বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে। প্রাথমিক ভাবে বাড়িতে আগুন লাগার কারণ ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ অনুমান করা হলেও ফরেনসিক রিপোর্ট হাতে এলে তা আরও স্পষ্ট হবে।



@endif