Punjab: জন্মদিন বাড়ি মুহূর্তে গ্রাস করল শোকের ছায়া, কেক খেয়ে মৃত্যু ১০ বছরের বার্থ ডে গার্লের

জন্মদিনের ওই কেক খাওয়ার পরেই মৃত্যু হয়েছে তাঁর। এমনকি পরিবারের বাকি সদস্য যারা ওই কেক খেয়েছে তাঁরাও অসুস্থ হয়ে পড়েছেন।

Cake (Photo Credits: Pixabay)

পাটিয়ালা, ৩০ মার্চঃ জন্মদিনে এখন পায়েসের চেয়ে কেক কাটায় বেশি ঝোঁক বাচ্চাদের। ভাবুন তো! জন্মদিনের কেকই যদি হয় কারুর শেষ খাবার। পাঞ্জাবের (Punjab) পাটিয়ালায় এক ১০ বছরের কিশোরীর মৃত্যু হল জন্মদিনের সুজজ্জিত ক্রিম কেক খেয়ে। মৃত কিশোরী মানভির পরিবারের দাবি, জন্মদিনের ওই কেক খাওয়ার পরেই মৃত্যু হয়েছে তাঁর। এমনকি পরিবারের বাকি সদস্য যারা ওই কেক খেয়েছে তাঁরাও অসুস্থ হয়ে পড়েছেন।

জানা গিয়েছে, অনলাইন থেকে অর্ডার করে কেক বাড়িতে আনিয়েছিল মৃত কিশোরীর পরিবার। জন্মদিন উপলক্ষ্যে মেয়ের কেক কাটার একটি ভিডয়োও করেছিল তাঁরা। মানভির কেক কাটার সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জন্মদিন বাড়িকে মুহূর্তে গ্রাস করল শোকের ছায়া।

দেখুন... 

মৃত কিশোরীর পরিবারের ওই বেকারি শপের মালিকের বিরুদ্ধে থানার দারস্ত হয়েছে। জানা গিয়েছে, মানভির পরিবারের অভিযোগের ভিত্তিতে দোকানের মালিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ২৭৩ এবং ৩০৪এ ধারায় মামলা রজু করা হয়েছে।