Pune: মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক, দেড় বছরের শিশুকে গরম জলে চুবিয়ে খুন

কিরণকে বিবাহের প্রস্তাব দেন অভিযুক্ত বিক্রম। কিন্তু সন্তানের মুখ চেয়ে বিক্রমকে বিবাহের প্রস্তাব ফিরিয়ে দেন কিরণ।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পুনে, ২৫ এপ্রিলঃ বছর দেড়েকের এক শিশুকে ফুটন্ত গরম জলের গামলায় ফেলে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুনে পুলিশ। শিশুর এমন পাশবিক হত্যার কারণ তদন্তে উঠে এল বিবাহ বহির্ভূত সম্পর্কের গন্ধ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম বিক্রম কোলেকর। গত ৬ এপ্রিল ওই শিশুকে গরম জলের গামলায় চুবিয়ে খুন করেছেন বলেই অভিযোগ। মৃত শিশুর মা কিরণ। বয়স ২০। তাঁর সঙ্গে অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের পরিণতি দেড় বছরের শিশুর মৃত্যু।

পুলিশ এও জানান, কিরণকে বিবাহের প্রস্তাব দেন অভিযুক্ত বিক্রম। কিন্তু সন্তানের মুখ চেয়ে বিক্রমকে বিবাহের প্রস্তাব ফিরিয়ে দেন কিরণ। রাগে, ক্রোধে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন বিক্রম। ফলশ্রুতি কিরণের দুধের শিশুকে খুন করে বিক্রম। মায়ের চোখের সামনেই তাঁর সন্তানকে গরম জলের গামলায় ফেলে হত্যা করে বিক্রম। কিন্তু ভয়ে কাউক কিছু  জানাতে পারেনি সে। পরে পুরো ঘটনা জানাজানি হতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বিক্রমকে।