Primary Teachers' Recruitment Scam: প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলা, সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি (Primary Teachers' Recruitment Scam) মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চের সিবিআই (CBI Investigation) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। আগামী সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের (Justice Subrata Talukdar) ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। ২০১৪ সালে প্রাথমিক টেট ও পরে নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়র (Justice Avijit Gangopadhyay) সিঙ্গল বেঞ্চ। সোমবার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেদিনই সিবিআই দফতরে হাজিরা দেন তিনি।
কলকাতা, ১৬ জুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি (Primary Teachers' Recruitment Scam) মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চের সিবিআই (CBI Investigation) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। আগামী সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের (Justice Subrata Talukdar) ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। ২০১৪ সালে প্রাথমিক টেট ও পরে নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়র (Justice Avijit Gangopadhyay) সিঙ্গল বেঞ্চ। সোমবার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেদিনই সিবিআই দফতরে হাজিরা দেন তিনি।
২০১৪ সালে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। টেট পরীক্ষা হয় ২০১৫ সালের ১১ অক্টোবর। ফলপ্রকাশ হয় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে। ওই বছরই প্রথম মেধাতালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা সংসদ। ২০১৭ সালের ৪ ডিসেম্বর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়। ৪২ হাজার প্রার্থীকে শিক্ষক হিসাবে নিয়োগপত্র দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে একাধিক মামলা জমা পড়ে হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ২০১৭ সালের ৪ জুলাই যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছিল, তা সম্পূর্ণ বেআইনি। ওই তালিকা থেকে ২৬৯ জনকে নিয়োগ করা হয়। তাঁদের সকলকেই চাকরি থেকে বরখাস্তেরও নির্দেশ দেন তিনি। আরও পড়ুন: Primary Teachers' Recruitment Scam: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের
গতকাল নিয়োগ দুর্নীতির তদন্তে গতি আনতে সিবিআই-কে সিট গঠনের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতি ছাড়া আর কোনও মামলার তদন্ত করবে না সিট। সিবিআই-র কলকাতা শাখার যুগ্ম অধিকর্তার নেতৃত্বে সিট গঠন করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিট-র সদস্যদের অন্য মামলার তদন্তে যুক্ত করা যাবে না। তদন্ত শেষ হওয়ার আগে সিট-র সদস্যদেরও বদলি করা যাবে না।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)