Mumbai Boat Capsize: মুম্বইয়ে ফেরি দুর্ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, দুঃখপ্রকাশ করলেন রাষ্ট্রপতি, প্রতিরক্ষামন্ত্রীরা

বুধবার মুম্বইয়ে স্পিডবোটের ধাক্কায় ডুবে গেল যাত্রীবোঝাই ফেরি। এই দুর্ঘটনায এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

Boat Sank In Mumbai (Photo Credit: ANI/X)

বুধবার মুম্বইয়ে (Mumbai) স্পিডবোটের ধাক্কায় ডুবে গেল যাত্রীবোঝাই ফেরি। এই দুর্ঘটনায এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়়নবীশ। এদিকে এই দুর্ঘটনার পর দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাষ্ট্রপতি এক্স হ্যাণ্ডেলে টুইটে লিখেছেন, "মুম্বই হারবারে ফেরি দুর্ঘটনার কথা শুনে আমি স্তম্ভিত। এই মর্মান্তিক দুর্ঘটনায় স্বজনহারাদের প্রতি সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক আমি এই কামনাই করি"।

অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, "মুম্বইতে ভারতীয় নৌ বাহিনীর স্পিডবোট ও জেটি দুর্ঘটনা আকষ্মিক। আহতদের দ্রুত চিকিৎসার জন্য় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের জন্য এখনও ওই এলাকায় খোঁজাখুজি করা হচ্ছে। মৃতদের পরিবারের প্রতি আন্তরিকভাবে সমবেদনা রইল। সার্চ অপারেশন চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের আধিকারিকরা"।



@endif