Maharashtra:গর্ভের সন্তানকে অস্বীকার, স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর
বেশকিছুদিন মেয়ের খোঁজ খবর না পেয়ে সন্দেহ হয় তাঁর মায়ের। এরপরই পুলিশের দ্বারস্থ হয় সিমরানের পরিবার।
নয়াদিল্লিঃ গর্ভের সন্তানকে অস্বীকার। অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। জানা গিয়েছে, নিহত তরুণীর নাম সিমরান পারাসরাম বাথাম। বয়স ২৯। ভালবেসে জাহির নাজির শেখকে বিয়ে করেন তিনি। সিমরানের দ্বিতীয় স্বামী ছিল নাজির। আগের পক্ষের একটি পুত্র সন্তানও রয়েছে তাঁর। নাজিরের সঙ্গে বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় অশান্তি। বন্ধুদের সঙ্গে অশ্লীল কাজকর্ম করতে সিমরানকে বাধ্য করত নাজির, এমন অভিযোগও রয়েছে। অন্তঃসত্ত্বা হয়ে পরেন সিমরান। তবে এই সন্তানকে অস্বীকার করে নাজির। শুরু হয় অত্যাচার।
স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর
শেষ নভেম্বর মাসে গোয়ালিওরে নিজের বাড়িতে আসে সিমরান। তখনই স্বামীর অত্যাচারের কথা মা বাবাকে জানান তিনি। পরে ফের ফিরে যান স্বামীর কাছেই। এরপর অন্তঃসত্ত্বা অবস্থায় প্রতিনিয়ত তাঁর উপর অত্যাচার করল স্বামী নাজির। গর্ভপাত করানোর জন্যও চাপ দেওয়া হত। শনিবার এইসব নিয়ে বচসা তুঙ্গে পৌঁছলে সিমরানকে পিটিয়ে খুন করে নাজির। বেশকিছুদিন মেয়ের খোঁজ খবর না পেয়ে সন্দেহ হয় তাঁর মায়ের। এরপরই পুলিশের দ্বারস্থ হয় সিমরানের পরিবার। তদন্তে নেমে জানা যায়, সিমরানকে খুন করা হয়েছে। খুনের দায়ে স্বামী নাজিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, নাজিরের মা অর্থাৎ সিমরানের শাশুড়িকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।
গর্ভের সন্তানকে অস্বীকার, স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর