Prajwal Revanna: প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির ভিডিয়ো ফাঁস করে নিখোঁজ প্রাক্তন চালক, তদন্তে ধোঁয়াশা

মঙ্গলবার কার্তিক নামে ওই ব্যক্তি নিজেকে দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার প্রাক্তন চালক বলে পরিচয় দিয়ে তাঁর যৌন কুকীর্তির ভিডিয়ো ফাঁস করেন।

Prajwal Revanna (Photo Credits: X)

বেঙ্গালুরু, ২ মেঃ লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) মাঝে কর্ণাটকের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির ভিডিয়ো ফাঁস হতেই কর্ণাটক সহ গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি জুড়ে তোলপাড় কাণ্ড। বিষয়টি তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে কর্ণাটক পুলিশ। তদন্তভার নিতেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (H. D. Deve Gowda) নাতি প্রজ্জ্বল রেভান্নাকে সমন পাঠায় সিট। ২৪ ঘণ্টার মধ্যে তদন্তকারী অফিসারদের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সাংসদকে। সমন জারি করার পরেই জানা যায়, বেঙ্গালুরুতে নেই রেভান্না। দেশ ছেড়ে জার্মানি পালিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট নোটিস। প্রজ্জ্বলের 'বেপাত্তা' হওয়ার মাঝে উঠে এল আরও এক চাঞ্চল্যকর খবর। জেডি(এস)-এর বহিষ্কৃত সাংসদের প্রাক্তন গাড়ির চালক কার্তিকও নিখোঁজ।

আরও পড়ুনঃ যৌন কেলেঙ্কারির ভিডিয়ো ফাঁস হতেই জার্মানিতে গা ঢাকা, প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল সিট

মঙ্গলবার কার্তিক নামে ওই ব্যক্তি নিজেকে দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার প্রাক্তন চালক বলে পরিচয় দিয়ে তাঁর যৌন কুকীর্তির ভিডিয়ো ফাঁস করেন। রেভান্নার সেই ভিডিয়ো রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দলের হাতেও তুলে দেওয়ার কথা ছিল কার্তিকের। কিন্তু তাঁর আগেই 'নিখোঁজ' হলেন চালক। বিগত ১৩ বছর ধরে রেভান্নাদের বাড়িতে গাড়ি চালাতেন কার্তিক। গত বছর জমি নিয়ে অশান্তির জেরে সেই চাকরি ছেড়ে দেন তিনি।

রেভান্নাদের চাকরি ছেড়ে কার্তিক বিজেপি নেতা জি দেবরাজ গৌড়ার সঙ্গে যোগাযোগ করেন। বিজেপি নেতাকে দেবেগৌড়ার নাতির কুকীর্তির ভিডিয়ো দেখান। দেবরাজের পরামর্শেই ওই সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে আসেন কার্তিক। এমনকি পুলিশের হাতেও প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির ভিডিয়ো তুলে দেওয়ার কথা ছিল তাঁর। এরই মাঝে ঘটনার অন্যতম সাক্ষীর নিখোঁজ হয়ে যাওয়ায় তদন্তে আরও ধোঁয়াশা তৈরি হয়েছে।

 



@endif