Baba Siddique: পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে, প্রাথমিক তদন্তে এমনটাই উঠে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম

এতদিন ধরে সুপারস্টার সলমন খানকে দূর থেকেই ভয় দেখাচ্ছিল লরেন্স বিষ্ণোইরা। কখনও বাড়ির সামলে গুলি ছুড়ছিল, কখন আবার বোমা হামলাও হয়েছে।

এনসিপি নেতা বাবা সিদ্দিকি (ছবিঃPTI)

এতদিন ধরে সুপারস্টার সলমন খানকে (Salman Khan) দূর থেকেই ভয় দেখাচ্ছিল লরেন্স বিষ্ণোইরা (Lawrence Bishnoi)। কখনও বাড়ির সামলে গুলি ছুড়ছিল, কখন আবার বোমা হামলাও হয়েছে। কিন্তু কখনই সলমন ঘনিষ্ঠ কারোর ওপর হামলা চালায়নি বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। কিন্তু বাবা সিদ্দিকির (Baba Siddique) খুনের ঘটনার পর ফের উঠে আসছে এই গ্যাংয়ের নাম। তদন্তকারী আধিকারিকদের অনুমান পূর্ব পরিকল্পিতভাবেই এই খুনটি করা হয়েছে। গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত কর্নাইল সিং ও ধর্মরাজ কাশ্যপ জেরার মুখে স্বীকার করেছে যে তাঁরা এই খুনের জন্য বিগত একমাস ধরে সিদ্দিকির গতিবিধির ওপর নজর রাখছিল। এবং তাঁরা এও জানিয়েছে যে তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।

আর এই বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসার পর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার টার্গেটে রয়েছেন সলমন খান বা তাঁর ঘনিষ্ঠজনেরা। কারণ সলমনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বাবা সিদ্দিকি। এমনকী তাঁর কথাতেই শাহরুখের সঙ্গে সম্পর্ক ঠিক করেছিলেন সলমন। তবে এতদিন ধরে বিষ্ণোইরা আর যাই করুক, সলমনের ঘনিষ্ঠদের ওপর কখনও হামলা করেনি লরেন্সরা। ফলে এই হামলা কি শুধুই সলমনের ঘনিষ্ঠ হওয়ার কারণে করা হয়েছে নাকি এর পেছনে রয়েছে আরও কোনও কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

যদিও সলমন ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি ব্যবসায়িক শত্রুতা বা রাজনৈতিক শক্রতার দাবিও করছে পুলিশরা। কারণ তাঁর দলবদল নিয়ে অনেকেই নাখুশ ছিলেন। এছাড়া ব্যবসার কারণে সুপারি কিলিংয়ের কারণেও বিষ্ণোই গ্যাং এই ঘটনাটি ঘটিয়েছিল বলে মনে করছে অনেকে।