Uttar Pradesh Shocker: থানায় বসে মহিলা অভিযোগকারীর সামনে হস্তমৈথুন পুলিশের, ভিডিও ভাইরাল

এবার পুলিশের বিরুদ্ধে উঠল হস্তমৈথুনের অভিযোগ (Police station officer masturbates)। জমি সংক্রান্ত সমস্যায় থানায় এফআইআর করতে গিয়েছিলেন এক মহিলা। অভিযোগ নেওয়া তো দূরের কথা, ওই মহিলার সামনেই হস্তমৈথুন শুরু করেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। প্রথম ২-৩ মিনিট চোখের সামনে এমন অভব্যতা দেখেও গা করেননি ওই মহিলা। কিন্তু সঙ্গী তরুণীর কাছে পুলিশ কর্তার পূর্বতন কাজকর্ম শুনে ঘটনাটির বিহিত করার ইচ্ছে হয় তাঁর। হস্তমৈথুন দৃশ্যটি মোবাইল বন্দি করেন তিনি। সেদিন আর অভিযোগ দায়র করা হয়নি। বাড়িতে ফিরে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন ওই মহিলা। ভিডিওটি ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য শুরু হয়।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

দেওরিয়া, ১ জুলাই: এবার পুলিশের বিরুদ্ধে উঠল হস্তমৈথুনের অভিযোগ (Police station officer masturbates)। জমি সংক্রান্ত সমস্যায় থানায় এফআইআর করতে গিয়েছিলেন এক মহিলা। অভিযোগ নেওয়া তো দূরের কথা, ওই মহিলার সামনেই হস্তমৈথুন শুরু করেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। প্রথম ২-৩ মিনিট চোখের সামনে এমন অভব্যতা দেখেও গা করেননি ওই মহিলা। কিন্তু সঙ্গী তরুণীর কাছে পুলিশ কর্তার পূর্বতন কাজকর্ম শুনে ঘটনাটির বিহিত করার ইচ্ছে হয় তাঁর। হস্তমৈথুন দৃশ্যটি মোবাইল বন্দি করেন তিনি। সেদিন আর অভিযোগ দায়র করা হয়নি। বাড়িতে ফিরে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন ওই মহিলা। ভিডিওটি ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য শুরু হয়। আরও পড়ুন-Doctor's Day 2020: করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা, চিকিৎসক দিবসে দেশের ডাক্তারদের স্যালুট জানালেন প্রধানমন্ত্রী

স্থানীয়রা অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়। থানায় বসে অভিযোগ জানাতে আসা মহিলার সামনে পুলিশ অফিসারের হস্তমৈথুনের ঘটনায় দেওরিয়ার ভাতনি থানার মানসম্মান ধুলোয় মিশেছে। জানা গিয়েছে, ওই পুলিশ অফিসারের নাম ভীষ্ম পাল সিং। এই প্রসঙ্গে দেওরিয়ার পুলিশ সুপার শ্রীপতি মিশ্র জানান, “ভীষ্ম পাল সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে। ইতিমধ্যেই অভিযুক্ত অফিসারকে বরখাস্ত করা হয়েছে।”