Mumbai: বিষাক্ত ইনজেকশন প্রয়োগে পুলিশ কনস্টেবলের মৃত্যু
চোরদের কাছ থেকে ফোন পুনরুদ্ধারের সময় একদল মাদকাসক্ত চোরের দল কনস্টেবলের উপর ঝাঁপিয়ে পড়ে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে।
নয়াদিল্লি: মাদকাসক্তদের হামলায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের। মুম্বই পুলিশের ৩০ বছর-বয়সী কনস্টেবলের (Police Constable) বিষ ইনজেকশন প্রয়োগে মৃত্যু হয়েছে। সূত্রে খবর, কয়েকদিন আগে পুলিশ কনস্টেবল ট্রেনে চোরদের কাছ থেকে ফোন পুনরুদ্ধার করার চেষ্টা করছিলেন, তখন একদল মাদকাসক্ত চোরের দল তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে।
আরও পড়ুন: Water Crisis: বেঙ্গালুরুর পর জয়পুর, তীব্র গরমে মাটির নীচের স্তর নামছে, বাড়ছে জলের চাহিদা
সূত্রে আরও খবর, লোকাল ট্রেনে ভ্রমণের সময় একজন মাদকাসক্ত কনস্টেবলের ফোন ছিনিয়ে নিয়েছিল, তা ফেরাতে কনস্টেবলকে একদল মাদকাসক্তের সঙ্গে লড়াই করতে হয়। তাঁরা তখন কনস্টেবলের পিঠে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে। কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু বিষাক্ত ইনজেকশনের প্রভাব কাটানো যায়নি। হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবলের মৃত্যু হয়েছে।