PM Visit to Wayanad:দুর্ঘটনার ১১ দিন পর ১০ আগস্ট ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাডে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Narendra Modi.jpg (Photo Credit: Twitter)

অবশেষে দুর্ঘটনার ১১ দিন পর শনিবার ধসবিধ্বস্ত ওয়েনাডে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ওয়ানাডে ধসের জেরে মৃত্যু হয়েছে ৪১৭ জন মানুষের।ঘটনার পরেই কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র থেকে বহু সাংসদ ইতিমধ্যেই ধসবিধ্বস্ত এলাকায় গিয়েছেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ওয়েনাড গিয়েছেন। তার সঙ্গে গিয়েছিলেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধীও। অবশেষে প্রধানমন্ত্রীর কেরালা যাওয়ার কথা জানালো পি এম ও দফতর। জানা গেছে প্রধানমন্ত্রী প্রথমে কোরালমালা এবং মুনডাক্কাই গ্রামে যাবেন। এরপর তিনি ওয়েনাড সহ সমস্ত ধসবিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। এরপর ত্রাণশিবিরেও যাবেন প্রধানমন্ত্রী। ত্রাণশিবিরে বর্তমানে ১০ হাজার মানুষ রয়েছেন।সেখান থেকে হয়ে কেরলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে এই বিষয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

সংসদে দাঁড়িয়ে ওয়েনাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করার কথা দাবি করেছেন।এই দুর্ঘটনার জেরে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াও এলাকায় ত্রাণের অর্থ আরও বাড়ানোর দাবিও করেছেন তিনি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইতিমধ্যেই জানিয়েছেন দুর্গতদের সেরা পরিষেবা দেওয়া হয়েছে। সেখানে কোনও খামতি রাখা হয়নি। তবে প্রধানমন্ত্রী এবার এই এলাকা পরিদর্শনে যাওয়ার অর্থ সেখানে বাড়তি মাত্রা পাবে।