Military Transport Aircraft: তৈরি হবে নজির, সামরিক পরিবহন বিমান বানানোর কারখানার সূচনা করবেন মোদি
আগামী ৩০ অক্টোবর গুজরাটের ভাদোদরায় সি-২৯৫ সামরিক পরিবহন বিমান তৈরির, টাটা এয়ারবাস কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে নয়া নজির তৈরি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেডকে সঙ্গে নিয়ে আর এয়ারবাসের থেকে প্রযুক্তি নিয়ে সামরিক পরিবহন বিমান তৈরি করে বিশ্বের মাত্র কয়েকটি দেশ যারা এটা তৈরি করে তাদের তালিকায় উঠে আসবে ভারত।
আমেদাবাদ: ভারতের মুকুটে ফের জুড়তে চলেছে নতুন পালক। আগামী ৩০ অক্টোবর গুজরাটের (Gujarat) ভাদোদরায় (Vadodara) সি-২৯৫ সামরিক পরিবহন বিমান তৈরির, টাটা এয়ারবাস (Tata-Airbus) কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে নয়া নজির তৈরি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi )। টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড (Tata Advanced Systems Limited)-কে সঙ্গে নিয়ে আর এয়ারবাসের (Airbus) থেকে প্রযুক্তি নিয়ে সামরিক পরিবহন বিমান তৈরি করে বিশ্বের মাত্র কয়েকটি দেশ যারা এটা তৈরি করে তাদের তালিকায় উঠে আসবে ভারত।
জানা গেছে, ওই কারখানায় তৈরি ৫৬টি সি-২৯৫ এয়ারক্রাফট (C-295 aircraft) বর্তমানে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) কাছে থাকা লিগ্যাসি অ্যাভো এয়ারক্র্যাফট (legacy Avro aircraft)-র জায়গায় দেশের বিভিন্ন সামরিক সামগ্রী পরিবহনের কাজ করবে। আগামী দিনে অন্য দেশের প্রয়োজনে উন্নতমানের সি-২৯৫ এয়ারক্রাফট বিমান বিক্রি করার সুযোগ রয়েছে। এই বিমানে সেনাবাহিনীর প্রয়োজন মতো অন্য কাজ বা পণ্য পরিবহনের কাজেও ব্যবহার করা যাবে।
এপ্রসঙ্গে প্রতিরক্ষা সচিব (Defence Secretary) অজয় কুমার (Ajay Kumar) জানান, অ্যাভিয়েশন সেক্টরের (aviation sector) জন্য সম্পূর্ণ নতুন এক ইকোসিস্টেমের (ecosystem) সূচনা। এই কারখানায় সমস্ত সি-২৯৫ সামরিক পরিবহন বিমানের রক্ষণাবেক্ষণ (Maintenance), সারানো (Repair)-সহ সমস্ত কাজই করা হবে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৫ সালের অগাস্টের মধ্যে ১৬টি উড়তে সক্ষম এয়ারক্র্যাফটকে হাতে পাওয়ার কথা। আর ভারতে এই এয়ারক্র্যাফট আশা করা হচ্ছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে তৈরি শুরু হবে আর ২০৩১ সালে গিয়ে প্রতিবছর আটটি করে এয়ারক্র্যাফট তৈরির জায়গায় পৌঁছবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)