Samvidhan Sadan: পুরনো সংসদ ভবন এখন 'সংবিধান সদন', অনুমোদন মোদীর

বিদায় লগ্নে পুরনো সংসদ ভবন নিয়ে বড় ঘোষণা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরনো সংসদ ভবনটিকে 'সংবিধান সদন' নামে অভিহিত করার পরামর্শ দিয়েছেন তিনি।

Old Parliament Building is Now Samvidhan Sadan (Photo Credits: ANI)

শেষ হল পুরনো সংসদ ভবনের কার্যক্রম। ৯৬ বছর বয়সী সেই ভবনকে ছেড়ে এবার নতুন সংসদ ভবনের (New Parliament Building) দিকে অগ্রসরের পালা। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন (Parliament Special Session 2023)। আর সেই অধিবেশন দিয়ে পুরনো সংসদ ভবনের পাঠ চুকল। আজ মঙ্গলবার থেকে অধিবেশন স্থানান্তরিত নতুন সংসদ ভবনে। তবে তার আগে মঙ্গলবার সকালে সমস্ত সংসদ সদস্য, মন্ত্রী সহ প্রধানমন্ত্রী এসে উপস্থিত হন পুরনো সংসদ ভবনে। সংসদ ভবন ত্যাগের মুহূর্তটি স্মরণীয় করে রাখতে তোলা হয় ছবি। ফটো সেশনে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা সহ এন ডি এ জোটের সাংসদরা ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। ছবির মধ্যমণি হয়ে বসে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর একপাশে ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। অন্যপাশে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুনঃ মুখে ভারত মায়ের জয়ধ্বনি, নতুন সংসদ ভবনে রাজকীয় প্রবেশ, দেখুন

তবে বিদায় লগ্নে পুরনো সংসদ ভবন নিয়ে বড় ঘোষণা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরনো সংসদ ভবনটিকে 'সংবিধান সদন' (Samvidhan Sadan) নামে অভিহিত করার পরামর্শ দিয়েছেন তিনি।

গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে আজ থেকে সংসদের নতুন ভবনে কার্যক্রম শুরু হতে চলেছে। রাজকীয় ভঙ্গিতে প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রী এবং সাংসদেরা প্রবেশ করেছেন সেখানে। পুরনো ভবনটি ছাড়ার আগে শেষ বারের মত সকলে একত্রিত হয়ে আবেগঘন ভাষণ দিয়েছেন মোদী, খাড়্গে, অধীর রঞ্জন সহ আরও কয়েকে। বিদায় পূর্বে ৯৬ বছরের পুরনো সংসদ ভবনটিকে 'সংবিধান সদন' হিসাবে চিহ্নিত করে গেলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ১৯২৭ সালে নির্মাণ কাজ সম্মন্ন হয়েছিল পুরনো সংসদভবনের। সংবিধান গ্রহণ থেকে একাধিক ইতিহাসের সাক্ষী এই সংবিধান সদন (পুরনো সংসদ ভবন)।



@endif