ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ভারতের তেরঙ্গা পতাকা, যুব সমাজের ওপর আস্থা রেখে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী বলেন, ফুটবলে কোনো খেলোয়াড় খেলাধুলা না করলে তাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়। একইভাবে, গত 8 বছরে, আমরা উত্তর-পূর্বের উন্নয়নের পথে অনেক বাধাকে লাল কার্ড দেখিয়েছি।

Modi on FIFA World Cup Photo Credit: Twitter@ANI

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকালে মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছেছেন এবং এখানে উত্তর-পূর্ব কাউন্সিলের ৫০ তম বার্ষিকীর সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দিয়েছেন। এমন সময় ফুটবল নিয়ে বলার সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমরা কাতারে বিশ্বকাপের খেলা (FIFA World Cup 2022) দেখছি এবং মাঠে বিদেশী দল দেখছি, তবে আমার দেশের যুবদের উপর আস্থা আছে। তাই, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমি নিশ্চিত যে সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা ভারতেও একই ধরনের উৎসব উদযাপন করব এবং আমাদের তেরঙা তুলে ধরব।"

প্রধানমন্ত্রী বলেন, ফুটবলে কোনো খেলোয়াড় খেলাধুলা না করলে তাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়। একইভাবে, গত 8 বছরে, আমরা উত্তর-পূর্বের উন্নয়নের পথে অনেক বাধাকে লাল কার্ড দেখিয়েছি।

তিনি বলেন, ডিজিটাল কানেক্টিভিটি শুধু যোগাযোগ ও যোগাযোগের উন্নতি করে না। বরং পর্যটন থেকে প্রযুক্তি, শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ে, সুযোগ বাড়ে।