PM Modi Inside Hospital Video: অসুস্থ মাকে দেখতে আহমেদাবাদে মোদী, দেখুন হাসপাতালের ভিতরের চিত্র
বুধবার অসুস্থ মাকে দেখতে আহমেদাবাদের (Ahmedabad) ইউ এন মেহতা হাসপাতালে (UN Mehta Hospital) পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Inside Hospital Video)। বিকেল ৪ টে নাগাত দিল্লি থেকে আহমেদাবাদের হাসপাতালে পৌঁছান মোদী। ১২-১৫ জন দেহরক্ষী নিয়ে এদিন হাসপাতালে প্রবেশ করতে দেখা গেল মোদীকে। হাসপাতাল কর্মীদের হাতজোড় করে নমস্কারও জানান তিনি। মায়ের সঙ্গে ১ ঘণ্টা থেকে, চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিকেল ৫:৩০ এ হাসপাতাল ছাড়েন প্রধানমন্ত্রী (Narendra Modi)। অসুস্থ মা-কে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী মোদী, দেখুন ভিডিয়ো
দেখুনঃ
মঙ্গলবার রাতে হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে (Heeraben Modi) আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয়ে। চিকিৎসক জানিয়েছে, ৯৯ বছরের হীরাবেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে প্রধানমন্ত্রীর মাকে (PM Modi Mother Heeraben Modi) কেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাঁর আসলে কী হয়েছিল, সেই সম্পর্কে কোন তথ্যই হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি।