Chhath Puja: ছট পুজো করতে এসে জলশূন্য ঘাট দেখে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা করল সড়ক অবরোধ, নীরব দিল্লি সরকার

এমনিতেই দিল্লিতে জলের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। এরমধ্যেই ছট পুজো উপলক্ষে দিল্লির বিভিন্ন প্রান্তে কৃত্তিম ঘাট নির্মানের কথা জানিয়েছিল দিল্লি সরকার।

এমনিতেই দিল্লিতে জলের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। এরমধ্যেই ছট পুজো (Chhath Puja) উপলক্ষে দিল্লির বিভিন্ন প্রান্তে কৃত্তিম ঘাট নির্মানের কথা জানিয়েছিল দিল্লি সরকার। যেখানে নদী, পুকুর বা জলাশয়ের প্রাকৃতিক জল অপচয় না করে শুধু ছট পুজো উপলক্ষে এই কৃত্তিম ঘাট ব্যবহার করার পরামর্শ দিয়েছিল প্রশাসন। কিন্তু বৃহস্পতিবার দুপুরের দিকে ঘাটে যেতেই স্থানীয় বাসিন্দারা দেখেন তাতে কোনও জলই নেই। আর তাই দেখে বেজায় ক্ষুব্ধ গীতা কলোনী (Geeta Colony) এলাকার মানুষজন। কার্যত তাঁরা পথ অবরোধ করে জলের দাবি জানায়। এমনকী তাঁরা প্রয়োজনে আদালতে যাবেবন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এক মহিলার বলেন, আমাদের বলা হয়ছিল এই ঘাটে এসে সমস্ত নিয়ম মেনে পুজো দেওয়া যাবে। কিন্তু এখানে এসে দেখি কোনও জল নেই। এটা যদি আগেই বলা হত যে জল দেওয়া হবে না. তাহলে আমরা বাড়িতেই পালন করতাম। কিন্তুআমাদের রীতি নীতিকে অসম্মান করা হচ্ছে। আমরা জলের দাবি করছি। না হলে এই নিয়ে আমরা আদালতেও যাব।



@endif