Uttar Pradesh: 'জো রব হ্যায় ওয়াহি রাম হ্যায়', দেবা শরিফ দরগাহয় বসন্তের রঙে একাকার হয়ে গেছে মানুষ
ঐতিহ্য বজায় রেখে উত্তর প্রদেশের বারাবাঙ্কির দেবা শরিফ দরগাহয় দোল উদযাপন হচ্ছে...
বারাবাঙ্কি: আজ বসন্ত উৎসব। চারিদিকে আবীররের গন্ধে মন মাতিয়ে তুলছে। এবার শীতকে বিদায় দিয়ে গ্রীষ্মকে স্বাগত জানানোর পালা। রামধনুর মতো এই বিশেষ দিনটি উদযাপন করছেন অসংখ্য মানুষ। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে মানুষ বিশেষ বিশেষভাবে দোল উদযাপনে মেতেছেন। তবে আজ উত্তর প্রদেশে 'বিশেষ' দোল উৎসব চলছে, এখানে উৎসবটি আরও বিশেষ! কারণ বারাবাঙ্কি 'দেওয়া শরিফ দরগাহে' হিন্দু-মুসলিম বসন্তের রঙে একাকার হয়ে গিয়েছে।
দেওয়া শরীফ উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার একটি ছোট শহর। দেওয়া শরিফ দরগাহ হযরত ওয়ারিস আলি শাহের মাজার। আলি শাহ ছিলেন একজন সুফি সাধক, তিনি 'জো রব হ্যায় ওয়াহি রাম হ্যায়'- মানুষের মধ্যে এই বার্তা প্রচার করেছিলেন।
প্রাচীন ঐতিহ্য বজায় রেখে উত্তর প্রদেশের বারাবাঙ্কির দেবা শরিফ দরগাহ (Dewa Sharif Dargah)-তে প্রতি বছর দোল উদযাপন হয়। এটি দেশের একমাত্র সুফি মাজার যেখানে রঙ খেলা হয়। আজকেও দেওয়া শরিফে হিন্দু-মুসলমান একে অপরকে গোলাপের পাপড়ি, অন্যান্য ফুল ও আবীর মাখিয়ে বিশেষ দিনটি উদযাপন করছেন।
দেখুন ভিডিও