Parliament Security Breach News: ললিতের সঙ্গে 'তৃণমূল যোগ', সংসদের নিরাপত্তা লঙ্ঘনে মমতার যোগসাজশ নিয়ে প্রশ্ন শুভেন্দুর
ললিত গ্রেফতার হতেই তার সঙ্গে 'তৃণমূল যোগ' নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP)। শুধু তাই নয় তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিতের একটি ছবির সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে গেরুয়া শিবির।
সংসদের অন্দরে ঢুকে নিরাপত্তা লঙ্ঘন (Parliament Security Breach) কাণ্ডের মূল কাণ্ডারি তথা 'মাস্টারমাইন্ড' ললিত ঝাঁ (Lalit Jha) বৃহস্পতিবার নিজে দিল্লি পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পন করেন। ললিত গ্রেফতার হতেই তার সঙ্গে 'তৃণমূল যোগ' নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP)। শুধু তাই নয় তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিতের একটি ছবির সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে গেরুয়া শিবির। লোকসভা কক্ষে গ্যাস রং ছড়িয়ে সংসদের নিরাপত্তা লঙ্ঘন কাণ্ডে অভিযুক্ত ললিতের সঙ্গে 'তৃণমূলের যোগ' প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মন্তব্য করেন, 'ললিত ঝাঁ তৃণমূলের যুব শাখার একজন কর্মী। তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে'।
আরও পড়ুনঃ সংসদের চত্বরে থাকা গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ জানাচ্ছেন বরখাস্ত সাংসদরা, দেখুন ভিডিয়ো
শুভেন্দুর আরও সংযোজন, 'তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তাপস রায়ের ঘনিষ্ঠ ব্যক্তি ললিত। তবে কেবল তাপস রায়ই নয় উত্তর কলকাতা এবং কলকাতার একাধিক তৃণমূল নেতার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ললিতের'। ললিতের সঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC) যোগ জুড়ে সংসদের নিরাপত্তা লঙ্ঘন কাণ্ডের পিছনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কোন যোগসাজশ রয়েছে কিনা তা যাচাইয়ের দাবি তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা।
শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য...
প্রসঙ্গত, বুধবারের ঘটনায় ধৃত চারজনকে বৃহস্পতিবার দিল্লির আদালতে তুলে ১৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচার বিবেচনা করে বিচারক ধৃতদের সাত দিনের জন্য দিল্লি পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।