Ravi Kishan On Rahul Gandhi: 'রাহুল গান্ধী দেখুন, প্রধানমন্ত্রীর কত বড় মন', সরকারি বাংলো ফেরৎ পেতেই কংগ্রেসকে কটাক্ষ রবি কিষাণের

বিজেপি সাংসদ বলেন, 'রাহুলজি দেখুন, প্রধানমন্ত্রীর কত বড় হৃদয়। আদালতের তরফে স্থগিতাদেশ জারি করা হয়েছে মোদী পদবী মামলায় আপনার সাজায়। তা সত্ত্বেও আপনাকে সরকারি নিবাস ফেরৎ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর কত বড় মন, তা দেখুন।'

Ravi Kishan, Rahul Gandhi (Photo Credit: Instagram)

দিল্লি, ৯ অগাস্ট: সুপ্রিম রায়ে সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ফলে বাদল অধিবেশনের শেষ লগ্নে সংসদে হাজির হচ্ছেন রাহুল গান্ধী।  সাংসদ পদ ফিরে পেতেই রাহুল গান্ধী ফিরে পান দিল্লিতে তাঁর সরকারি বাংলো।  যা নিয়ে এবার কংগ্রেস সাংসদকে কটাক্ষ করলেন বিজেপির রবি কিষাণ। বিজেপি সাংসদ বলেন, 'রাহুলজি দেখুন, প্রধানমন্ত্রীর কত বড় হৃদয়।  আদালতের তরফে স্থগিতাদেশ জারি করা হয়েছে মোদী পদবী মামলায় আপনার সাজায়।  তা সত্ত্বেও আপনাকে সরকারি নিবাস ফেরৎ দেওয়া হয়েছে।  প্রধানমন্ত্রী মোদীর কত বড় মন, তা দেখুন।  বিজেপি নেতাদের মন দেখুন, আর কংগ্রেস আত্মগরিমায় ভরা একটি দল' বলেও কটাক্ষ করেন রবি কিষাণ (Ravi Kishan )।

আরও পড়ুন: Rahul Gandhi Video: 'মেরা ঘর পুরা হিন্দুস্থান হ্যায়', সরকারি বাসভবন ফেরৎ পেয়ে বললেন রাহুল গান্ধী

প্রসঙ্গত সরকারি বাংলো ফেরৎ পেয়ে কেমন লাগছে! মঙ্গলবার রাহুল গান্ধীকে এমন প্রশ্ন করা হলে, তিনি সোজাসাপ্টা উত্তর দেন।  রাহুল জানান, গোটা দেশটাই তাঁর ঘর। রাহুল গান্ধীর ওই মন্তব্যের পর এবার তাঁকে পালটা কটাক্ষ করলেন বিজেপি সাংসদ রবি কিষাণ।