Republic Day 2024: কর্তব্যপথে চলছে প্রজাতন্ত্র দিবসের প্যারেড, ফরাসি প্রেসিডেন্টকে আলিঙ্গন করে স্বাগত জানালেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে হাতজোড় করে স্বাগত জানালেন।

Forefront of Kartavya Path (Photo Credit: X)

নয়াদিল্লি: কর্তব্যপথে (Kartavya Path) চলছে প্রজাতন্ত্র দিবসের প্যারেড (Parade)। প্রথমবারের মতো প্যারেড কমান্ডার (Parade Commander) ঘোষণা করা হয়েছে। ১২ জন মহিলা শিল্পীর সমন্বয়ে একটি ব্যান্ড বিভিন্ন ধরনের ফোক এবং উপজাতি যন্ত্র (Folk and Tribal Instruments) বাজিয়ে নৃত্য পরিবেশন করছেন। আরও পড়ুন: 75th Independence Day: কর্তব্যপথে তিন বাহিনীর যৌথ কুচকাওয়াজের নেতৃত্বে মিলিটারি পুলিশের ক্যাপটেন সন্ধ্যা (দেখুন ভিডিও)

দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে হাতজোড় করে স্বাগত জানালেন। দুই নেতাকে আলিঙ্গন করতেও দেখা গিয়েছে।

দেখুন