Pakistan Unprovoked Firing In RS Pura: যুদ্ধের উসকানি! সংঘর্ষবিরতি লঙ্ঘন করে জম্মু সীমান্তে গুলি চালাচ্ছে পাকিস্তান; Video
এমনিতেই রাশিয়া-ইউক্রেন আর ইজরায়েল-পালেস্তাইনের যুদ্ধের জ্বালায় জ্বলছে বিশ্ব। তার মাঝেই বৃহস্পতিবার রাত আটটা নাগাদ কোনও কারণ ছাড়াই আচমকা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরের আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে গুলি ছুঁড়তে আরম্ভ করে পাকিস্তানের সেনাবাহিনী। যোগ্য জবাব দিচ্ছে ভারতও।
আরএস পুরা: এমনিতেই রাশিয়া-ইউক্রেন আর ইজরায়েল-পালেস্তাইনের যুদ্ধের জ্বালায় জ্বলছে বিশ্ব। তার মাঝেই বৃহস্পতিবার রাত আটটা নাগাদ কোনও কারণ ছাড়াই আচমকা সংঘর্ষবিরতি লঙ্ঘন (violation of the ceasefire) করে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir ) আরএস পুরা সেক্টরের (RS Pura sector) আন্তর্জাতিক সীমান্তের (International Border) ওপার থেকে গুলি ছুঁড়তে আরম্ভ করে (unprovoked firing) পাকিস্তানের সেনাবাহিনী (Pakistan Army)। যোগ্য জবাব দিচ্ছে ভারতও।
এপ্রসঙ্গে বিএসএফ জম্মু-র জনসংযোগ আধিকারিক (PRO BSF Jammu) জানান, আজ রাত আটটা নাগাদ আচমকা আরনিয়া এলাকার (Arnia area) বিএসএফ পোস্টগুলো (BSF posts) লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা (Pak Rangers)। বিএসএফের জওয়ানরা (BSF troops) যোগ্য জবাব (befittingly retaliated) দিতে শুরু করে। গুলি বিনিময় এখনও চলছে (firing is still on)। আরও পড়ুন: Himanta Biswa Sarma: সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ, হিমন্ত বিশ্বশর্মাকে শোকজ নির্বাচন কমিশনের
সংবাদ সংস্থা এনআইএ-এর এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে আরনিয়া এলাকায় থাকা বিএসএফ পোস্টগুলি লক্ষ্য করে পাক রেঞ্জার্সরা গুলি চালাতে শুরু করার পর একটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)