Dolphins: তাপমাত্রা বৃদ্ধির কারণে ব্রাজিলের অ্যামাজনে শতাধিক ডলফিনের মৃত্যু
ব্রাজিলের অ্যামাজনে শতাধিক ডলফিনের মৃত্যু। খরা ও অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে জল গরম হওয়ার কারণে এই মৃত্যু।
নয়াদিল্লি: ব্রাজিলের অ্যামাজনে শতাধিক ডলফিনের মৃত্যু। খরা ও অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে জল গরম হওয়ার কারণে এই মৃত্যু। বর্তমানে অ্যামাজনে (Amazon) বেশ কিছু জায়গায় তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়েছে। ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা কেন্দ্র মামিরাউয়া ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত সাত দিনে লেক টেফেতে এসব মৃত ডলফিন পাওয়া গিয়েছে। মামিরাউয়া ইনস্টিটিউটের গবেষক আয়ান ফ্লিসম্যান বলেন, ‘রোগ, দূষণসহ বেশ কয়েকটি কারণ রয়েছে, তবে জলের তাপমাত্রা অবশ্যই প্রধান কারণ।’ জীবিত ডলফিনদের উদ্ধার করার চেষ্টা চলছে।
আরও পড়ুন : Gangetic Turtles: বিভিন্ন প্রজাতির ৯৫৫টি শিশু গাঙ্গেয় কচ্ছপ-সহ ধৃত ৬, দেখুন ছবি