IPL Auction 2025 Live

Online Fraud: সাবধান, বিয়ের অজুহাতে ম্যাট্রিমনিয়াল সাইটে ৩ লক্ষ টাকা খোয়ালেন মহিলা

২০২১ সালের অক্টোবর মাসে একটি ম্যাট্রিমনিয়াল সাইটে তাঁর পরিচয় হয় বারানসির বাসিন্দা নন্দলাল জাদভের সঙ্গে। কথাবার্তা শুরু হয় দুজনের। এরপর নন্দলাল ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করে সে। পরিবার বিয়েতে সম্পত্তি দেয়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

লখনউ, ১৯ জানুয়ারিঃ বিয়ের জন্যে ম্যাট্রিমনিয়াল সাইট বর্তমানে এক জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সেই ম্যাট্রিমনিয়াল সাইটে ৩ লক্ষ টাকা খোয়ালেন উত্তরপ্রদেশের এক মহিলা (Online Fraud)। পুলিশের দারস্ত হন ওই মহিলা। পুলিশকে সে জানায়, ২০২১ সালের অক্টোবর মাসে একটি ম্যাট্রিমনিয়াল সাইটে তাঁর পরিচয় হয় বারানসির বাসিন্দা নন্দলাল জাদভের সঙ্গে। কথাবার্তা শুরু হয় দুজনের। এরপর নন্দলাল ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করে সে। পরিবার বিয়েতে সম্পত্তি দেয়।

আরও পড়ুনঃ বাবা-মেয়ের সঙ্গে ঝগড়া করে মামারবাড়ি যাওয়ার পথে ধর্ষণ নাবালিকা

এরপর একদিন হঠাৎ নন্দলালের ফোন আসে তাঁর কাছে। নন্দলাল জানায় তাঁর এক বন্ধুর খুব বিপদ। ৩ লক্ষ টাকার দরকার। কদিন বাদে বিয়ে হওয়ার কথা তাঁদের। স্বাভাবিকভাবেই নন্দলালকে বিশ্বাস করে ৩ লক্ষা টাকা ব্যাঙ্ক ট্রান্সফর করে পাঠান ওই মহিলা।

আরও পড়ুনঃ রোকার পর এবার বাগদান, আন্তিলিয়ায় বসবে অনন্ত এবং রাধিকার বাগদানের আসর

টাকা পাঠানোর পর থেকেই মহিলার প্রতি নন্দলালের আচরণে পরিবর্তন ঘটে। ফোন করলে ফোন কেটে দিত নন্দলাল। কিছু বুঝে উঠতে পারছিলেন না মহিলা। নন্দলালের সঙ্গে কোনরকম ভাবেই তিনি যোগাযোগ করে উঠতে পারছিলেন না তিনি। বাধ্য হয়ে পুলিশের স্মরনাপন্ন হন। ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ। পরবর্তীকালে পুলিশ ওই মহিলাকে জানান, তাঁর সঙ্গে প্রতারণা করেছে নন্দলাল। ম্যাট্রিমনিয়াল সাইটে কয়েকজন মিলে এইভাবেই মহিলাদের বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষা টাকা হাতিয়ে নিচ্ছে। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশের সাইবার টিম।