Swati Maliwal Case: কেজরিওয়ালকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা, বিজেপির 'ষড়যন্ত্রের' শিকার বৈভব, সাংবাদিক বৈঠকে স্বাতীর 'মুখোশ খুললেন' অতিশী

১৩ মে কোনরকম অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে, কাউকে কিছু না জানিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান স্বাতী। ষড়যন্ত্র করে ১৩ মে সকাল সকাল স্বাতী মালিওয়ালকে মুখ্যমন্ত্রীর বাসভবনে পাঠায় বিজেপি।

AAP Rajya Sabha MP Swati Maliwal, AAP Minister Atishi (Photo Credits: Facebook, Instagram)

নয়া দিল্লি, ১৭ মেঃ 'অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে এসেছিলেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। তাঁর উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীকে ফাঁসানো। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা'। এবার সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি মহিলা কমিশনের প্রাক্তন প্রধানের দিকেই আঙুল তুললেন আপ মন্ত্রী অতিশী (Atishi)। তাঁর অভিযোগ, আবগারির মিথ্যা মামলায় জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) অন্তর্বর্তী জামিন মেলার পর থেকেই বিজেপি উন্মাদ হয়ে গিয়েছে। তাঁরাই ষড়যন্ত্র করে ১৩ মে সকাল সকাল স্বাতী মালিওয়ালকে মুখ্যমন্ত্রীর বাসভবনে পাঠায়। এই গোটা ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল কেজরিওলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা। স্বাতী মালিওয়াল এই ষড়যন্ত্রের একটা ঘুঁটি।

আপ মন্ত্রী আরও জানান, ১৩ মে কোনরকম অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে, কাউকে কিছু না জানিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। কেজরিওয়ালের উপর মিথ্যা অভিযোগ তোলার উদ্দেশ্য নিয়েই তিনি এদিন মুখ্যমন্ত্রী আবাসে আসেন। কিন্তু সেই সময়ে মুখ্যমন্ত্রী সাংসদের সঙ্গে দেখা করার জন্যে উপলব্ধ না থাকায় তিনি মিথ্যা অভিযোগের জাল থেকে বেঁচে গিয়েছেন। মুখ্যমন্ত্রীকে না পেয়ে তাঁর ব্যক্তিগত সহকারী বৈভব কুমারের বিরুদ্ধে অভিযোগ হানেন স্বাতী (Swati Maliwal)।

দেখুন কী বললেন অতিশী...

১৩ মে মুখ্যমন্ত্রী আবাসের অন্দরে কী হয়েছিল সেই ঘটনার একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা) শুক্রবার নেটপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছে। সেই ভিডিয়োর প্রসঙ্গ তুলে অতিশী বলেন, ওই ভিডিয়ো স্বাতী মালিওয়ালের মিথ্যাকে সারা দেশের সামনে ফাঁস করেছে। দিল্লি পুলিশের (Delhi Police) কাছে বৈভব কুমারের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলে এফআইআর দায়ের করেন আপ সাংসদ। সেই এফআইআর-এর কপি হাতে নিয়ে মন্ত্রী অতিশী বললেন, অভিযোগে স্বাতী উল্লেখ করেছেন বৈভব তাঁকে নির্মমভাবে মারধর করেছে। চড়, ঘুষি মেরেছে। তাঁর পোশাক ছেঁড়া হয়েছে। টেবিলে মাথা ঠুকে গিয়েছে। কথা বলার মত অবস্থায় ছিলেন না তিনি। অথচ কেজরিওয়ালের ড্রইং রুমের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তা একেবারে উলটো চিত্র তুলে ধরেছে।

যে বৈভব কুমারের বিরুদ্ধে স্বাতী শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছেন সে বৈভবকেই উঁচু গলায় হুমকি দিচ্ছেন স্বাতী। পুলিশদের ধমকাচ্ছেন। অরবিন্দের ব্যক্তিগত সহকারীকে উদ্দেশ্য করে অপশব্ধ ব্যবহার করেছেন স্বাতী, ভাইরাল ভিডিয়োর বিবরণ দেন আপ মন্ত্রী।