Indian Army Day 2023:  'সেনাদের হাতেই দেশ সুরক্ষিত', ভারতীয় সেনা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা 

সেনা দিবস উপলক্ষ্যে দেশের প্রতিটি সেনা সদর দফতর গুলোতে মহাসমারোহে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। এই দিনের মাহাত্য বলতে, দেশের সেনাদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা প্রদর্শনের এক নিমিত্ত চেষ্টা মাত্র।

PM Narendra Modi (Photo Credits: PTI)

নয়া দিল্লি, ১৫ জানুয়ারিঃ দেশে রক্ষায় প্রতি বছর কত শত সেনা নিজের প্রাণ বিসর্জন দেয়। নিজের কিংবা নিজের পরিবারের কথা ভুলে, মাতৃভূমি রক্ষায় হাসতে হাসতে তাঁরা জীবনের বলি দেন। তাঁদের হাতেই সুরক্ষিত দেশ। তাঁরা সীমান্তে রাত জাগছে বলেই দেশবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারছে।  ভারতীয় সেনাদের সেই অমূল্য অবদানকে সম্মান জানিয়ে প্রতি বছর ১৫ জানুয়ারি পালিত হয় ‘ভারতীয় সেনা দিবস’ (Indian Army Day 2023)। চলতি বছরে ৭৫’তম সেনা দিবস উপলক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সকল সেনা জওয়ান, প্রয়াত সেনা এবং তাঁদের পরিবারের প্রতি আমোঘ সম্মান জ্ঞাপন করেছেন।

আরও পড়ুনঃ ৭৫’তম ভারতীয় সেনা দিবস উদযাপন মুহূর্তের সাক্ষী থাকুন আপনিও

রবিবার ভারতীয় সেনা দিবস ২০২৩ (Indian Army Day 2023) উপলক্ষ্যে টুইট করে সেনা বাহিনীর প্রীতি নিজের সম্মান প্রকাশ করেছেন। লিখেছেন, ‘ভারতীয় সেন দিবস উপলক্ষ্যে সকল সেনাবাহিনী এবং তাঁদের পরিবারকে অনেক শুভেচ্ছা। প্রতিটা দেশবাসী গর্বিত এবং কৃতজ্ঞ আমাদের সেনাবাহিনীর প্রতি। তাঁদের হাতে আমাদের দেশ সুরক্ষিত। দেশের বিপদে তাঁরাই ঝাঁপিয়ে পড়েন উদ্ধার করতে’।

ভারতীয় সেনা দিবসে দেখুন প্রধানমন্ত্রীর টুইট…

সেনা দিবস উপলক্ষ্যে দেশের প্রতিটি সেনা সদর দফতর গুলোতে মহাসমারোহে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। এই দিনের মাহাত্য বলতে, দেশের সেনাদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা প্রদর্শনের এক নিমিত্ত চেষ্টা মাত্র।