Odisha: প্রেমে ছ্যাঁকা, নাবালিকা প্রেমিকাকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে
সম্পর্ক রাখতে চায় না প্রেমিকা। প্রেমিকার সিদ্ধান্ত মেনে নিতে নারাজ যুবক। বৃহস্পতিবার রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে হাজির হন প্রেমিকার বাড়িতে।
ভুবনেশ্বর, ১৫ জুলাইঃ সম্পর্ক রাখতে চায় না প্রেমিকা। সেই কারণেই প্রেমিককে এড়িয়ে চলছিল সে। কিন্তু প্রেমে ছ্যাঁকা খাওয়ার জ্বালা সহ্য করতে পারলেন না যুবক। নাবালিকা প্রেমিকাকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ওড়িশার (Odisha) বোলাঙ্গিরে ১৫ বছরের তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন প্রেমিক। গত বৃহস্পতিবার সন্ধায় ঘটেছে সেই খুনের ঘটনা।
আরও পড়ুনঃ কর্নাটকের হাসান জেলায় রহস্যজনক ভাবে মৃত উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিক
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী এবং মিলন রানা বিগত চার বছর ধরে সম্পর্কে ছিল। কিন্তু বেশ কিছুদিন হল সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় তরুণী। মিলনকে এড়িয়ে চলতে শুরু করে সে। তবে প্রেমিকার সিদ্ধান্ত মেনে নিতে নারাজ যুবক। বৃহস্পতিবার রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে হাজির হন প্রেমিকার বাড়িতে। তাঁর সঙ্গে কথা বলতে। সেই সময়ে বাড়িতে একাই ছিল তরুণী। বাবা-মা কাজে বেরিয়েছিলেন।
প্রেমিকার এমন সিদ্ধান্ত নিয়ে দুজনে বাকবিতণ্ডায় জড়ায়। বচসার মাঝেই ধারাল অস্ত্র দিয়ে তরুণীর উপর হামলা করে প্রেমিক। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ছেড়ে পালায় তাঁরা। বাবা-মা বাড়িতে ফিরে মেয়ের রক্তমাখা শরীর দেখেন। অভিযুক্ত মিলন রানা এবং সহকারী জিতু রানাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, বোলাঙ্গির সাব ডিভিশন পুলিশ আধিকারিক। অন্ধ্রপ্রদেশের বিজয় নগর থেকে মিলনক গ্রেফতার করেছে পুলিশ। জিতু গ্রেফতার হয়েছে সম্বলপুর থেকে। খুনের ঘটনার সঙ্গে জড়িত আরও এক অভিযুক্ত এখনও নিখোঁজ। তাঁর তল্লাশি চলছে বলেই জানান, ওই পুলিশ আধিকারিক।