Noida Shocker: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রোঢ়ের

মহিলার বয়স ৪৭। বিগত পাঁচ বছর ধরে তিনি ড্রিপ্রেশনের সঙ্গে লড়াই করছিলেন। বুধবার রাতে বহুতল থেকে ঝাঁপ দেন ওই মহিলা। মৃতার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

প্রতীকী ছবি

নয়ডা, ১৯ জানুয়ারিঃ নয়ডায় সেক্টর ৬২ এলাকায় এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন প্রোঢ়। পুলিশ সূত্রে খবর, মহিলার বয়স ৪৭। বিগত পাঁচ বছর ধরে তিনি ড্রিপ্রেশনের সঙ্গে লড়াই করছিলেন। বুধবার রাতে বহুতল থেকে ঝাঁপ দেন ওই মহিলা। মৃতার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ বাবা-মেয়ের সঙ্গে ঝগড়া করে মামারবাড়ি যাওয়ার পথে ধর্ষণ নাবালিকা

পুলিশ আরও জানায়, নয়ডার সেক্টর ৬২ এলাকায় স্বামীর সঙ্গে এক বহুতল এপার্টমেন্টে থাকতেন মৃতা। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) স্বরাষ্ট্র মন্ত্রালয়ে কর্মরত মৃতার স্বামী ওবিদ সিদ্দিকি। ১৫ বছর হল তাঁদের বিবাহ হয়েছে। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে বহুতলের পঞ্চম মালার ব্যালকনি থেকে ঝাঁপ দেন মহিলা। জানাজানি হতেই তড়িঘড়ি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু বাঁচানো যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সঠিক ভাবে কিছু বলতে পারছে না পুলিশ। তবে প্রোঢ়ের মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ।