IPL Auction 2025 Live

Noida: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অষ্টম শ্রেণীর পড়ুয়ার

ছাত্রকে স্কুলের বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি শিক্ষকরা তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হাসপাতাল যাওয়ার পথেই মৃত্যু হয় ১৫ বছরের ছাত্রের।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়ডা, ১৮ মেঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণীর ছাত্রের। স্কুল শেষে বাড়ি ফেরার পথে আচমকাই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয় পড়ুয়া। স্কুলের বাইরেই জ্ঞান হারিয়ে পড়ে যায় সে। ছাত্রকে স্কুলের বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি শিক্ষকরা তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হাসপাতাল যাওয়ার পথেই মৃত্যু হয় ১৫ বছরের ছাত্রের।

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নয়ডার (Noida) জলপুরা গ্রামের ওই মৃত ছাত্রের নাম রোহিত সিং। জলপুরার সরকারি স্কুলে অষ্টম শ্রেণীর পড়ুয়া ছিল সে। পড়ুয়ার মৃত্যু প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক পুলিশকে জানান, দুপুর ২টোর সময় স্কুল ছুটি হওয়ার পর রোহিত তাঁর ভাই এর সঙ্গে স্কুল থেকে বেরিয়েছিল। তাঁর ভাই এই স্কুলেই সপ্তম শ্রেণীর পড়ুয়া। স্কুল থেকে বাইরে বেরিয়ে হঠাৎই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায় রোহিত। তাঁর ভাই স্কুলে খবর দিতেই তাঁকে স্কুলের মধ্যে নিয়ে আসা হয়। প্রচণ্ড গরমে ছাত্র হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে অনুমান করে তাঁর চোখে মুখে জল দেওয়া হয়। কিন্তু কোন লাভ হয় না। এরপরে আমরা সিদ্ধান্ত নিই অসুস্থ ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। খবর দেওয়া হয় ছাত্রের বাবা-মাকে'।

হাসপাতাল পৌঁছাতেই চিকিৎসকরা রোহিতকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগ অষ্টম শ্রেণীর পড়ুয়ার প্রাণ কেড়েছে বলেই জানান হাসপাতালের চিকিৎসক। মৃত ছেলের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।