Tamil Nadu Wall Collapse: প্রবল বৃষ্টিতে দেওয়াল ধসে ৯ বছরের শিশুর মৃত্যু, আহত ভাই

তিরুভারুর (Thiruvarur) জেলায় বাড়ির দেওয়াল ধসে ৯ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে এবং তার ভাই গুরুতর আহত হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: তামিলনাড়ুর তিরুভারুর (Thiruvarur) জেলায় বাড়ির দেওয়াল ভেঙে  (Wall Collapse) পড়ে ৯ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে এবং তার ভাই গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে বাড়িটি ধসে পড়েছিল। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় তামিলনাড়ুর একটি গ্রামে। নিহতের ভাই জখম মোহনদাস নান্নিলাম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের নাম মনিশা। আরও পড়ুন: Telangana : নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা গাছে, আহত ২৬

নন্নিলাম পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘মনিশা এবং তার ভাই রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিলেন। তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির জন্য তাদের বাড়ির দেওয়ালটি জীর্ণ হয়ে পড়েছিলো। এদিন রাতে দেওয়ালটি হটাৎ ধসে পড়ে। তাদের পরিবার দুজনকে নান্নিলাম সরকারি হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে মনিশাকে তিরুভারুর সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।