New Year 2023: নবর্ষের প্রথম দিনে অয্যোধ্যার রাম মন্দিরে লক্ষাধিক ভিড়

Ayodhya Ram Mandir (Photo Credits: Twitter)

অয্যোধ্যা, ১ জানুয়ারিঃ বছরের প্রথম দিন বলে কথা (New Year 2023)। মন্দির, মসজিত গুলোতে জমেছে ভক্তের মেলা। ১ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরেও (Ayodhya Ram Mandir) সেই একই চিত্র। এদিন সকাল থেকেই রাম মন্দিরে কয়েক লক্ষ ভক্ত এসে ভিড় করতে শুরু করেছে।

উত্তরপ্রদেশের অয্যোধ্যা (Uttar Pradesh, Ram Mandir) রাম মন্দিরে ১ জানুয়ারি সকাল থেকেই জমতে শুরু করেছে ভক্তদের ভিড়। বেলা যত গড়িয়েছে ভিড় তত বাড়তে থেকেছে। ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ভক্তের সংখ্যা। ভক্তকুলের বিপুল পরিমাণ ভিড় সামলাতে অয্যোধ্যা পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে।

অয্যোধ্যার সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, ‘বিভিন্ন সরকারি রিপোর্টের উপর ভিত্তি করে বছরের প্রথম দিন আমরা আগে থেকেই ৫০ লক্ষ ভক্তের ভিড় সামলানোর জন্যে প্রস্তুত ছিলাম। অয্যোধ্যার রাস্তায় প্রায় এক ডজন ক্রেন নামিয়েছি আমরা। কোন রকম দুর্ঘটনা যাতে সহজেই সামলাতে পাড়ি’। এছাড়াও ভক্তদের ভিড় সামলাতে এবং দুর্ঘটনা এড়াতে বিভিন্ন মন্দিরে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।